বিনোদন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের যুক্ত হওয়ার ঘটনা এ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কিনেই বসে থাকেননি বলিউড বাদশা। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা—এমনটাই জানালেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান ললিত মোদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানান, শাহরুখ খান প্রথমে মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কলকাতার মালিকানা পান। ললিত মোদী বলেন, ‘প্রত্যেকেই সব দলের জন্য বিড করতে পারে। প্রথম আইপিএলের সময় নিয়মটা এমনই ছিল। সে সময় শাহরুখ একাধিক দলের জন্য বিড করেছিলেন। তাঁর প্রথম পছন্দ ছিল মুম্বাই। কিন্তু মুকেশ আম্বানি এই দলটি পান। এরপর দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করলেও পাননি তিনি। কলকাতা ছিল শাহরুখের শেষ পছন্দ।’
আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধিতে শাহরুখের অবদান আছে বলে জানান ললিত মোদী। তিনি বলেন, ‘ভারতে সিনেমা ও ক্রিকেটের চাহিদা সবচেয়ে বেশি। আমি চেয়েছিলাম, দুই মাধ্যমকে একত্র করতে। শাহরুখকে বলেছিলাম আইপিএলে অংশ নিতে। শাহরুখ খান ক্রিকেটকে বিনোদনমূলক করে তুলতে সাহায্য করেছেন। গ্যালারিতে নারী ও শিশু দর্শকের উপস্থিতিতে তাঁর অনেক বড় অবদান। এ ছাড়া খেলার সময় অন্যান্য তারকাদের নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম। সত্যি বলতে প্রথম বছরে তারকাদের মাঠে আনতে পারিশ্রমিক দিতে হয়েছে। দ্বিতীয় বছর তাঁরা নিজে থেকেই এসেছে। আর তৃতীয় বছর থেকে তাঁরাই আইপিএলের অংশ হতে চেয়েছে।’
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে, শাহরুখ খান তাঁর বন্ধু অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে প্রায় ৫৭০ কোটি রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলটি কিনেছিলেন। এখন পর্যন্ত তিনটি আইপিএল শিরোপা জিতেছে দলটি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। আজ রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের নিলাম অনুষ্ঠান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের যুক্ত হওয়ার ঘটনা এ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কিনেই বসে থাকেননি বলিউড বাদশা। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা—এমনটাই জানালেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান ললিত মোদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানান, শাহরুখ খান প্রথমে মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কলকাতার মালিকানা পান। ললিত মোদী বলেন, ‘প্রত্যেকেই সব দলের জন্য বিড করতে পারে। প্রথম আইপিএলের সময় নিয়মটা এমনই ছিল। সে সময় শাহরুখ একাধিক দলের জন্য বিড করেছিলেন। তাঁর প্রথম পছন্দ ছিল মুম্বাই। কিন্তু মুকেশ আম্বানি এই দলটি পান। এরপর দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করলেও পাননি তিনি। কলকাতা ছিল শাহরুখের শেষ পছন্দ।’
আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধিতে শাহরুখের অবদান আছে বলে জানান ললিত মোদী। তিনি বলেন, ‘ভারতে সিনেমা ও ক্রিকেটের চাহিদা সবচেয়ে বেশি। আমি চেয়েছিলাম, দুই মাধ্যমকে একত্র করতে। শাহরুখকে বলেছিলাম আইপিএলে অংশ নিতে। শাহরুখ খান ক্রিকেটকে বিনোদনমূলক করে তুলতে সাহায্য করেছেন। গ্যালারিতে নারী ও শিশু দর্শকের উপস্থিতিতে তাঁর অনেক বড় অবদান। এ ছাড়া খেলার সময় অন্যান্য তারকাদের নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম। সত্যি বলতে প্রথম বছরে তারকাদের মাঠে আনতে পারিশ্রমিক দিতে হয়েছে। দ্বিতীয় বছর তাঁরা নিজে থেকেই এসেছে। আর তৃতীয় বছর থেকে তাঁরাই আইপিএলের অংশ হতে চেয়েছে।’
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে, শাহরুখ খান তাঁর বন্ধু অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে প্রায় ৫৭০ কোটি রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলটি কিনেছিলেন। এখন পর্যন্ত তিনটি আইপিএল শিরোপা জিতেছে দলটি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। আজ রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের নিলাম অনুষ্ঠান।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৩ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৩ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৩ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৩ ঘণ্টা আগে