ক্ল্যাসিক ফিনিশিংয়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার
টেস্ট ক্রিকেট নাকি 'জীবনের খেলা'। যেখানে জড়িয়ে থাকে উথান-পতন। তারপর সাফল্যের সিঁড়ি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এজবাস্টন টেস্টকে কোথায় রাখা যায়? এই অস্ট্রেলিয়া তো এই ইংল্যান্ড, পাঁচ দিন পর্যন্ত জয়-পরাজয়ের পেন্ডুলাম দুলেছে দুই দলের দিকেই। ম্যাচটা যেভাবে এগিয়েছে, শেষ পর্যন্ত এক দলকে হারতে হতো। ২ উইকেটের হা