Ajker Patrika

হাঁটতে না পারলেও মাঠে থাকবেন স্টোকস

হাঁটতে না পারলেও মাঠে থাকবেন স্টোকস

আসন্ন অ্যাশেজ সিরিজে বেন স্টোকসের বোলিং করা নিয়ে শঙ্কায় ছিল ইংল্যান্ড। তবে ইংলিশদের মন থেকে উদ্বিগ্নতা দূর করে দিয়েছেন তিনি। ইংলিশ অধিনায়ক আজ জানিয়েছেন, মৌসুমের সব টেস্ট খেলার পরিকল্পনা করছেন তিনি। 

আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের লর্ডস টেস্ট। সিরিজের একমাত্র টেস্টের আগে স্টোকস হাসিমুখে বলেছেন, ‘আমি হাঁটতে না পারলেও, মাঠে থাকব।’ 

 ১৬ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ক্রিকেট যুদ্ধ। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টকে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজের প্রস্তুতি হিসেবে নিচ্ছে ইংলিশরা। 

হাঁটুতে চোট থাকা সত্ত্বেও গত ফেব্রুয়ারিতে নিউজল্যান্ড সফরে গিয়েছিলেন স্টোকস। সদ্য সমাপ্ত আইপিএলের চেন্নাই সুপার কিংসের হয়েও দুই ম্যাচ খেলেছেন। 

 ৩১ বছর বয়সী অলরাউন্ডার জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরের চেয়ে এখন তাঁর হাঁটুর অবস্থা ভালো আছে। স্টোকস জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে খেলবেন তিনি। স্টোকস বলেছেন, ‘আমি যা করেছি তা হলো, আমি নিজেকে এমন এক অবস্থানে নিয়ে এসেছি যেখানে আমি পিছু ফিরে তাকাতে পারি না। অনুশোচনা করতে পারি না। বলতে পারি, এই মৌসুমে আমি বল হাতে তেমন সুবিধা করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত