হিলির ৯৯ রানের আক্ষেপে স্বামী স্টার্কের ১১ বছরের ‘পুরোনো স্মৃতি’
যার জ্বালা, সে-ই জানে—অ্যালিসা হিলি ও মিচেল স্টার্কের কেউ হয়তো এই প্রচলিত বাংলা প্রবাদ জানেন না। অস্ট্রেলিয়ান এই ক্রিকেট জুটির এই প্রবাদ জানা থাকুক বা না-ই থাকুক, দুজনে এক বিন্দুতে মিলেছেন এক আক্ষেপের শিকার হয়ে। তা হলো টেস্টে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ।