Ajker Patrika

বৃষ্টি আইনে জিতে কিউইদের ধবলধোলাই অজিদের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৫৯
বৃষ্টি আইনে জিতে কিউইদের ধবলধোলাই অজিদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি বেশ ভালোভাবেই নিল অস্ট্রেলিয়া। ধবলধোলাই করল প্রতিবেশী নিউজিল্যান্ডকে। বৃষ্টি আইনে শেষ ম্যাচ ২৭ রানে জিতে কিউইদের তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অজিরা। 

অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে ব্যাটিং ব্যাটিংয়ে নামার পর অজিদের তিনবার মাঠ ছাড়তে হয় বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত তাদের ইনিংস নেমে আসে ১০.৪ ওভারে। অবশ্য তুলনায় বেশ ভালো সংগ্রহ পায় তারা। ওপেনার ট্রাভিস হেডের ৩০ বলে ৩৩, ম্যাথু শর্টের ১১ বলে ২৭, গ্লেন ম্যাক্সওয়েলের ৯ বলে ২০ রানের সুবাদে ৪ উইকেটে ১১৮ রান করে অস্ট্রেলিয়া। 

তবে বৃষ্টি আইন বা ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্যটা দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রান। সেই লক্ষ্য পেরোতে পারেনি কিউইরা। গ্লেন ফিলিপস ২৪ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেললেও তুলতে পারে ৩ উইকেটে ৯৮ রান। 

২৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা শর্ট আর সিরিজ-সেরা মিচেল মার্শ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত