নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফর সামনে রেখে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।
১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুর অনুশীলন চলবে জ্যোতি-নাহিদা আক্তারদের। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। ২২ ও ২৩ মার্চ চলবে অনুশীলন, দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। পর দিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্রামে থাকবেন জ্যোতিরা। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের ম্যাচগুলো হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে অনুশীলন। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি
*সব ম্যাচ মিরপুরে
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফর সামনে রেখে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।
১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুর অনুশীলন চলবে জ্যোতি-নাহিদা আক্তারদের। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। ২২ ও ২৩ মার্চ চলবে অনুশীলন, দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। পর দিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্রামে থাকবেন জ্যোতিরা। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের ম্যাচগুলো হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে অনুশীলন। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি
*সব ম্যাচ মিরপুরে
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে