অমিতাভ-নাতনি কেন অভিনয়ে আসছেন না
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছি