রামুর সিনেমায় আবার অমিতাভ
চার বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন ও রাম গোপাল ভার্মা। এর আগে ‘সরকার’ (২০১৫), ‘আগ’ (২০০৭), রান (২০১০)সহ বেশকিছু সিনেমায় ভার্মার পরিচালনায় অভিনয় করেছেন বিগ বি। তাঁদের সম্পর্কটা শুধু অভিনেতা-নির্মাতার নয়, দুই বন্ধুর। অমিতাভ বচ্চনের পছন্দের পরিচালকদের তালিকায় আছেন রাম গোপাল ভার্মা, স