Ajker Patrika

বড় পর্দায় অমিতাভদের পরীক্ষা

বিনোদন ডেস্ক
Thumbnail image

করোনার কারণে বড় পর্দায় বহুদিন অমিতাভ বচ্চনের কোনো ছবি মুক্তি পায়নি। গত বছর লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর ‘গুলাবো সিতাবো’। ছোট পর্দায় চলছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ৭৮ বছর বয়সেও অবসর নেই তাঁর। বিগ বি-কে আগামী দিনে ‘ঝুন্ড’, ‘মে ডে’, ‘ব্রহ্মাস্ত্র’সহ আরও কয়েকটি ছবিতে দেখা যাবে।  

অমিতাভ বচ্চনগত বছরের এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘চেহরে’। করোনার কারণে বারবার সিদ্ধান্ত বদলান প্রযোজক। অমিতাভও চাইছিলেন ছবিটি হলে মুক্তি পাক। ওটিটিতেও মুক্তির কথা উঠেছিল। শেষমেশ হলেই মুক্তি পাচ্ছে এই ছবি। অক্ষয়ের মতো অমিতাভও কি পারবেন বক্স অফিসে কিছুটা হলেও দাপট দেখাতে? সেই পরীক্ষার অপেক্ষায় অমিতাভ।

ছবির মূল চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিকে। অমিতাভ থাকছেন একজন আইনজীবীর চরিত্রে। অন্যদিকে ইমরান হাশমি একজন বড় ব্যবসায়ী। এ ছাড়া অভিনয় করেছেন রিয়া কাপুর, ক্রিস্টাল ডি সুজা, সিদ্ধান্ত কাপুর, অনু কাপুর, ধৃতিমান চ্যাটার্জির মতো অভিনেতারা।

অমিতাভ বচ্চন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ড্রাগ মামলায় জড়িয়ে পড়েন রিয়া। তাঁকে একপ্রকার বাদই দিয়েছিল বলিউড। কোনো ছবিতেই সুযোগ পাচ্ছিলেন না। এমনকি ‘চেহরে’র টিজার থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। বিতর্ক এড়াতে ছবির প্রচারণায়ও অনুপস্থিত রিয়া। ২০১৮-তে মুক্তিপ্রাপ্ত ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীকে শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল।

রিয়া চক্রবর্তীছবির প্রযোজক আনন্দ পণ্ডিত জানিয়েছেন, অমিতাভ বচ্চন এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি। চিত্রনাট্য এতটাই পছন্দ হয়েছিল যে তিনি বলেছেন, ‘ছবিটি নির্মাণ করেন, আমি কোনো পারিশ্রমিক নেব না।’ এমনকি শুটিংয়ের জন্য ইউরোপে যাওয়ার যা খরচ হয়েছে, চার্টার ফ্লাইটের ভাড়া, তা-ও নেননি।

প্রযোজক আনন্দ পণ্ডিত ও রুমি এরই মধ্যে অমিতাভ বচ্চনকে পরবর্তী ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করেছেন। ছবির নাম ঘোষণা হয়নি এখনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত