Ajker Patrika

‘বিগ বি’-কে সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করালেন কপিল

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২: ০২
‘বিগ বি’-কে সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করালেন কপিল

‘লেট লতিফ’ হিসেবে পরিচিতি আছে কৌতুকাভিনেতা কপিল শর্মার। কাউকে অপেক্ষা করাতে তাঁর নাকি জুড়ি নেই। এবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও বসিয়ে রাখলেন তিনি! তা-ও সাড়ে চার ঘণ্টা! অনুষ্ঠানের সেটে এসে হাসিমুখে সেটা ম্যানেজও করলেন কপিল।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এবার অমিতাভ বচ্চনের অতিথি হয়েছেন কপিল শর্মা। কথা ছিল, দুপুর ১২টায় সেটে আসবেন কপিল। কিন্তু এলেন না। সবাইকে বসিয়ে রেখে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের সেটে আসেন কপিল।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে অমিতাভ বচ্চন ও কপিল শর্মাএসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন। গান শেষ হতেই রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দেন অমিতাভ। বলেন, ‘আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটায় এসে হাজির হয়েছেন।’

অমিতাভের এই কথা শুনে হাসি চাপতে পারেননি কপিল। হাসতে হাসতে আর হাসাতে হাসাতে ঠিকই ম্যানেজ করে নিয়েছেন ‘বিগ বি’কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত