অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে