১৩০ টাকার অপারেটরের ৪৬০ কোটি টাকা র সম্পদ
পেশায় তিনি ছিলেন একজন চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর। দৈনিক বেতন ১৩০ টাকা। এখন তাঁর সম্পদের পরিমাণ ৪৬০ কোটি টাকা। আছে ঢাকায় ৬টি বাড়ি, ১৩টি প্লট, সাভারে ৭টি জমি, ৪টি রিকশার গ্যারেজ, টেকনাফে বাগানবাড়ি, সেন্ট মার্টিনে প্লট, ব্যাংকে ১ কোটি ১৯ লাখ টাকা।