আপনার কর্মক্ষমতা পরিমাপের সূচক
আজকাল বিভিন্ন কর্পোরেট অফিস থেকে শুরু করে নানান সংস্থায় কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর শব্দটা বেশ শোনা যায়। দেখা গেল অফিসের প্রথম দিনেই জয়েন করা ইন্টার্নকে বলা হচ্ছে, "এই মাসে তোমার কেপিআই হলো ১০০ জনের কাছে আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করা।" এখন, এই কেপিআই জিনিসটা যদি সে না জানে, তাহলে তো বিপদ!