Ajker Patrika

রাজধানীতে অফিসের তালা ভেঙে ২ কর্মচারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে অফিসের তালা ভেঙে ২ কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনে অফিসের তালা ভেঙে ২ কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন—ইমন (২২) ও ফরহাদ (২০)। 

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডে রুপায়ন তাজ ভবনের ৬ষ্ঠ তলায় মাতৃভূমি নামে ডেভেলপার কোম্পানির অফিসের তালা ভেঙে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁরা অফিসের পিয়ন। ঈদের ছুটির মধ্যেও তাঁরা অফিসেই ছিল। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রাম কানাই সরকার বলেন, বুধবার থেকে তাঁদের পরিবার ও সহকর্মীরা তাঁদের ফোনে কল করে পাচ্ছিল না। পরবর্তীতে বৃহস্পতিবার দরজার তালা ভেঙে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। রুমের মধ্যে মদের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে। 

হাসপাতালে ইমনের বোন জামাই মো. লিটন বলেন, ইমন ও ফরহাদ সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বুধবার সকাল থেকে তাঁদের ফোনে পাওয়া যাচ্ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত