সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী
২১ সোনা, ১৭ রুপা ও ১২ ব্রোঞ্জ মিলিয়ে ৫০ পদক পেয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্তি ১৯ সোনা, ১৯ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৫৭ পদক। ৩টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।