Ajker Patrika

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: এএইচএফ
পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: এএইচএফ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুলপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-৩ গোলে হেরেছে বাংলাদেশ পুরুষ দল। ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও হার এড়াতে পারেননি আব্দুল্লাহ-দ্বীনরা।

চীনের ডাজুতে ৩ মিনিটে আওয়ান আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় পাকিস্তান। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান ইসমাইল হোসেন। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তানের হয়ে দুটি গোল করেন আলী হানজালা ও আতিফ আলী। বাংলাদেশ এর জবাব দেয় দারুণভাবে। তৃতীয় কোয়ার্টারে যাওয়ার আগে ২৮ ও ২৯ মিনিটে জাল কাঁপান দ্বীন ইসলাম ও ইসমাইল।

শেষ দুই কোয়ার্টারে অবশ্য পাত্তা পায়নি বাংলাদেশ। হজম করতে হয়েছে তিন গোল।

চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুলের দুইয়ে আছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত