Ajker Patrika

বাংলাদেশে স্বীকৃতি পেল ‘ই-স্পোর্টস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০: ০১
ই-স্পোর্টস। ফাইল ছবি
ই-স্পোর্টস। ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে ই-স্পোর্টস পেয়েছে পেশাদারত্বের ছোঁয়া। এবার বাংলাদেশেও স্বীকৃতি পেল খেলাটি। আজ ই-স্পোর্টসবিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যেখানে আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সাইফুল আলমকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক, সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিকে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গাইডলাইন অনুসরণে বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের মতামত পর্যালোচনা করে খসড়া নীতিমালা প্রণয়ন, ই-স্পোর্টসসংক্রান্ত ওয়াচডগ হিসেবে কাজ করার লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় প্রস্তাব পেশ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মতামতসহ সরকারি আইন ও বিধিবিধান, আদেশ, নির্দেশনা থাকলে তা পর্যালোচনা করবে কমিটি। ২১ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিও গেমের প্রতিযোগিতামূলক সংস্করণকে বলা হয় ই-স্পোর্টস। ইতিমধ্যে তা এশিয়ান গেমসে স্বীকৃতি পেয়েছে। চীনের হাংজুতে গত আসরে খেলাটির সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিকেও যুক্ত করার উদ্যোগ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত