পুলিশ বাহিনীর সংস্কার
বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশ ছুঁলে? হ্যাঁ, কেন পুলিশ ছুঁলে ‘ছত্রিশ ঘা’ বলা হয়, সেটা কিন্তু সত্যিই ভাবার মতো বিষয়। পুলিশ বাহিনীর সদস্যদের কেউ কেউ জনগণকে বন্ধু না ভেবে তাদেরকে আধিপত্যের জায়গা থেকে দেখে থাকেন। তাঁরা নিজেদের মনস্তাত্ত্বিকভাবে ক্ষমতাবান হিসেবে দেখতে অভ্যস্ত।