অনলাইন গেম খেলার সতর্কতা
পৃথিবী এখন বলতে গেলে ইন্টারনেটনির্ভর হয়ে গেছে। তাই খেলাধুলাও যে অনলাইনেই হবে, সেটাই স্বাভাবিক। তবে অনলাইনে গেম খেলার সময় অবশ্যই কিছু সাবধানতা মেনে চলা জরুরি। অনেকে গেমিংয়ে এতটাই মগ্ন হয়ে পড়ে যে, আশপাশে কী ঘটছে, তার কোনো ধারণা থাকে না।