কাল শুরু দেশীয় ই-কমার্সের টেন-টেন উৎসব
দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামীকাল রোববার শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ২০ দিন ব্যাপী চলবে এ উৎসব। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের উৎসবের স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।