সৎ ব্যবসায়ীর অনন্য মর্যাদা
আল্লাহ তাআলা ব্যবসা-বাণিজ্য হালাল করেছেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরাই ব্যবসায়ী। নবী-রাসুল, সাহাবি, তাবিয়িসহ অনেকেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। ব্যবসা মহৎ পেশা; কিন্তু তা অবশ্যই নির্ভেজাল ও ত্রুটিমুক্ত হতে হবে। কোনোভাবেই ব্যবসাকে কলুষিত করা যাবে না।