Ajker Patrika

রামেকে মরণোত্তর দেহ দান করা হলো রাবি শিক্ষক সুজিত কুমারের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রামেকে মরণোত্তর দেহ দান করা হলো রাবি শিক্ষক সুজিত কুমারের

গবেষণার কাজে ব্যবহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা সরকার সুজিত কুমারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) দান করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রামেক কর্তৃপক্ষের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। বর্তমানে তাঁর দেহ রামেক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘তাঁর (সরকার সুজিত কুমার) লাশ বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রয়েছে। গবেষণা ও শিক্ষার কাজে তাঁর দান করা এই মরদেহ খুব প্রয়োজনীয়। তিনি দেহদানের মধ্য দিয়ে তাঁর মহত্ত্বের পরিচয় দিয়ে গেছেন।’

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সরকার সুজিত কুমারের মরদেহ নাটোরের সিংড়ায় নিজ গ্রামে নেওয়া হয়। এরপর আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে নগরীর ভুবনমোহন পার্কে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে রাজশাহীর সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ছুটিতে বেড়াতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অধ্যাপক সরকার সুজিত কুমার। তিনি রাবির বাংলা বিভাগের সাবেক সভাপতি ও রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া সরকার সুজিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত