গিলে ফেলার ৭ দিন পর অজগরের পেটে মিলল নারীর আস্ত দেহ
৫২ বছরের ওই নারীর নাম জাহরা। কাজ করতেন একটি রাবার বাগানে। সর্বশেষ কাজে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দেখে পুলিশের কাছে অভিযোগ করা হয়। তার একদিন পর, পুলিশের সন্ধানকারী দল একটি অজগরের সন্ধান পায় যেটির