Ajker Patrika

পাথরঘাটায় জালে আটকে পড়া অজগর অবমুক্ত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৪: ৩০
পাথরঘাটায় জালে আটকে পড়া অজগর অবমুক্ত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে আসা একটি অজগর সাপ উদ্ধার করে হরিণঘাটা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরবর্তী রুহিতা গ্রাম থেকে সাত হাত লম্বা সাপটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ কারণে পুকুরের মাছ রক্ষার জন্য পুকুরপাড়ে জাল দেওয়া হয়। ওই জালে একটি অজগর সাপ আটকে যায়। তাঁরা জানান, ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে জোয়ারের পানিতে সুন্দরবন থেকে সাপটি ভেসে এসেছে। 

এ বিষয়ে পরিবেশকর্মী আরিফুর রহমান বলেন, ‘জালে অজগর সাপ আটকে পড়ার সংবাদে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জাকির মুন্সির সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।’ 

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘পরিবেশকর্মী আরিফুর রহমান অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। পরে আমরা সকাল সাড়ে ৯টার দিকে হরিণঘাটা বনে অবমুক্ত করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত