মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।
এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।
ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।
এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।
ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১২ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
১ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৪ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৫ দিন আগে