‘পৃথ্বীরাজ’ হলে আসছে জুনে
আগামী ১০ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু তিনটি ভাষায় মুক্তি পাবে। মুক্তির তারিখের পাশাপাশি ধারাবাহিকভাবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানুষি ছিল্লার, সোনু সুডের চরিত্রের পোস্টার প্রকাশ করেছেন প্রযোজকেরা।