Ajker Patrika

‘পৃথ্বীরাজ’ হলে আসছে জুনে

‘পৃথ্বীরাজ’ হলে আসছে জুনে

নতুন বছরের শুরুতে বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে যায় তা। অবশ্য গত কয়েক সপ্তাহে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিগ বাজেট ছবির। সবশেষ ঘোষণা হলো অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ সিনেমার মুক্তির তারিখ।

ভক্তরা অপেক্ষায় ছিল কখন হলে আসবে ‘পৃথ্বীরাজ’। আজ বৃহস্পতিবার যশরাজ ফিল্মস সেই সাসপেন্সের অবসান ঘটিয়েছে। আগামী ১০ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু—তিনটি ভাষায় মুক্তি পাবে। মুক্তির তারিখের পাশাপাশি ধারাবাহিকভাবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানুষি ছিল্লার, সোনু সুডের চরিত্রের পোস্টার প্রকাশ করেছেন প্রযোজকেরা।

পৃথ্বীরাজ ছবির পোস্টারে মানুষি ছিল্লারসিনেমায় সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। মানুষি ছিল্লারকে তাঁর প্রথম ছবিতে রাজকুমারী সংযোগিতা চরিত্রে দেখা যাবে।

সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বিশ্বস্ত কাকা কানহার ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর সোনু সুদ রয়েছেন চাঁদ ভারদাই চরিত্রে। ‘পৃথ্বীরাজ’ সিনেমা পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

পৃথ্বীরাজ ছবির পোস্টারে সঞ্জয় দত্তএদিকে রাজপুত কর্ণি সেনার আপত্তির কারণে ছবির নাম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া গিয়েছিল। কর্ণি সেনার সহসভাপতি সংগীতা সিং এরই মধ্যে মামলাও করেছেন। তবে পোস্টারগুলোতে স্পষ্ট করে ছবির নাম এখনো পৃথ্বীরাজ উল্লেখ করা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত