সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমারের এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে। ঐতিহাসিক কোনো ব্যক্তির চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন অক্ষয় কুমার।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’। চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে নাম লেখাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনি এ ছবির অন্যতম আকর্ষণ।
অক্ষয়-মানুষী ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় বীর যোদ্ধা কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
সিনেমায় চাঁদ বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু সুদ। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।
২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন চন্দ্রপ্রকাশ ত্রিবেদি। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর অনেকবছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী।
২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী ছিল্লারকে পছন্দ হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।
২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।
সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমারের এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে। ঐতিহাসিক কোনো ব্যক্তির চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন অক্ষয় কুমার।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’। চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে নাম লেখাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনি এ ছবির অন্যতম আকর্ষণ।
অক্ষয়-মানুষী ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় বীর যোদ্ধা কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
সিনেমায় চাঁদ বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু সুদ। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।
২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন চন্দ্রপ্রকাশ ত্রিবেদি। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর অনেকবছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী।
২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী ছিল্লারকে পছন্দ হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।
২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১ দিন আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১ দিন আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১ দিন আগে