বাজেট ঠিক, সিনেমা হিট— এটা বলিউড তারকা অক্ষয় কুমারের ফর্মুলা। অক্ষয়ের কথায়, ‘আমি বিশ্বাস করি, বাজেট ঠিক থাকলেই সিনেমা সফল হবে। আমি কখনো অকারণে টাকা খরচ করি না। সহকর্মীদের সময়ের মূল্য বুঝি। সময়কে শ্রদ্ধা করলে সময়ও আমাকে শ্রদ্ধা করবে। টানা শুটিং করতে পারলে সিনেমার বাজেট অনেকাংশে কমে আসে।’
অল্প সময়ে বেশিসংখ্যক সিনেমার জন্য অক্ষয়কে নিয়ে আলোচনাও কম নয়। মজা করে বলা হয়, বলিউডের শাহরুখ, আমির কিংবা সালমান খান একটি সিনেমা করতে যে সময় নেন, সেই একই সময়ে অক্ষয় অন্তত ডজনখানেক সিনেমার শুটিং করেন। অক্ষয় বলেন, ‘যেকোনো অভিনেতারই একটি সিনেমায় ৪৫-৫০ দিনের বেশি সময় দেওয়া উচিত নয়। নির্দিষ্ট সময়ে শুটিং সেরে ফেলতে পারলে সিনেমার বাজেট ঠিক থাকবে। আমি ১০০ দিন ধরে কোনো সিনেমার শুটিং করতে পারব না।’
খুব সকালে সেটে উপস্থিত হন অক্ষয়। সন্ধ্যার পর কোনো শুটিং রাখেন না। ব্যাকরণ মেনে অভিনয়ে বিশ্বাসী নন তিনি। কোনো চরিত্রের প্রস্তুতির জন্য দীর্ঘ সময় ব্যয় করেন না। অক্ষয়ের ভাষ্য, ‘আমি নিজেকে ঘরবন্দী রেখে প্রস্তুতি নিতে পারব না। অভিনয় করব, বাড়ি চলে আসব।’
অক্ষয় কুমারকে বলা হয় বলিউডে এই সময়ের সবচেয়ে সফল অভিনেতা। প্রতিবছর একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। অনেক দিন পর অক্ষয় সিনেমা হলে আসছেন ভিলেন হয়ে। ‘বচ্চন পান্ডে’র ট্রেলারে অক্ষয়ের পরনে দেখা গেছে সিল্কের লুঙ্গি, হাঁটু পর্যন্ত তোলা। খালি গা। গলায় ঝোলানো সোনার হার। হাতে মোটা চেইন। কপালে তিলক। মাথায় স্কার্ফ— এমন বেশে গ্যাংস্টার চরিত্রে আসছেন অক্ষয়। আগামী সপ্তাহে মুক্তি পাবে ‘বচ্চন পান্ডে’।
‘বচ্চন পান্ডে’ ছাড়াও মুক্তির তালিকায় আছে অক্ষয় অভিনীত ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘সেলফি’, ‘ও মাই গড ২’, ‘গোর্খা’, ‘ক্র্যাক’ ইত্যাদি। বলিউডের অন্য কোনো বড় তারকা নায়কের হাতে এত সিনেমা নেই।
বাজেট ঠিক, সিনেমা হিট— এটা বলিউড তারকা অক্ষয় কুমারের ফর্মুলা। অক্ষয়ের কথায়, ‘আমি বিশ্বাস করি, বাজেট ঠিক থাকলেই সিনেমা সফল হবে। আমি কখনো অকারণে টাকা খরচ করি না। সহকর্মীদের সময়ের মূল্য বুঝি। সময়কে শ্রদ্ধা করলে সময়ও আমাকে শ্রদ্ধা করবে। টানা শুটিং করতে পারলে সিনেমার বাজেট অনেকাংশে কমে আসে।’
অল্প সময়ে বেশিসংখ্যক সিনেমার জন্য অক্ষয়কে নিয়ে আলোচনাও কম নয়। মজা করে বলা হয়, বলিউডের শাহরুখ, আমির কিংবা সালমান খান একটি সিনেমা করতে যে সময় নেন, সেই একই সময়ে অক্ষয় অন্তত ডজনখানেক সিনেমার শুটিং করেন। অক্ষয় বলেন, ‘যেকোনো অভিনেতারই একটি সিনেমায় ৪৫-৫০ দিনের বেশি সময় দেওয়া উচিত নয়। নির্দিষ্ট সময়ে শুটিং সেরে ফেলতে পারলে সিনেমার বাজেট ঠিক থাকবে। আমি ১০০ দিন ধরে কোনো সিনেমার শুটিং করতে পারব না।’
খুব সকালে সেটে উপস্থিত হন অক্ষয়। সন্ধ্যার পর কোনো শুটিং রাখেন না। ব্যাকরণ মেনে অভিনয়ে বিশ্বাসী নন তিনি। কোনো চরিত্রের প্রস্তুতির জন্য দীর্ঘ সময় ব্যয় করেন না। অক্ষয়ের ভাষ্য, ‘আমি নিজেকে ঘরবন্দী রেখে প্রস্তুতি নিতে পারব না। অভিনয় করব, বাড়ি চলে আসব।’
অক্ষয় কুমারকে বলা হয় বলিউডে এই সময়ের সবচেয়ে সফল অভিনেতা। প্রতিবছর একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। অনেক দিন পর অক্ষয় সিনেমা হলে আসছেন ভিলেন হয়ে। ‘বচ্চন পান্ডে’র ট্রেলারে অক্ষয়ের পরনে দেখা গেছে সিল্কের লুঙ্গি, হাঁটু পর্যন্ত তোলা। খালি গা। গলায় ঝোলানো সোনার হার। হাতে মোটা চেইন। কপালে তিলক। মাথায় স্কার্ফ— এমন বেশে গ্যাংস্টার চরিত্রে আসছেন অক্ষয়। আগামী সপ্তাহে মুক্তি পাবে ‘বচ্চন পান্ডে’।
‘বচ্চন পান্ডে’ ছাড়াও মুক্তির তালিকায় আছে অক্ষয় অভিনীত ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘সেলফি’, ‘ও মাই গড ২’, ‘গোর্খা’, ‘ক্র্যাক’ ইত্যাদি। বলিউডের অন্য কোনো বড় তারকা নায়কের হাতে এত সিনেমা নেই।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫