শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক
সিলিকন ভ্যালির একসময়কার গর্বিত প্রোগ্রামার জুলিয়ান ফোস্টার এক সকালে হঠাৎ ই-মেইল পেলেন, ‘ইয়োর রোল ইজ নো লংগার রিকয়ার্ড’। তিনি বুঝতে পারলেন না, যে কাজটি পাঁচ বছর ধরে তিনি দক্ষতার সঙ্গে করছিলেন, সেটি রাতারাতি অপ্রয়োজনীয় হয়ে গেল কীভাবে। উত্তর একটাই—কৃত্রিম বুদ্ধিমত্তা।