আজকের পত্রিকা ডেস্ক
আইফোন ব্যবহারকারীদের জন্য গত সোমবার নতুন আপডেট আইওএস ২৬.০. ১ প্রকাশ করেছে অ্যাপল। এটি কোনো বড় ধরনের আপডেট নয়। তবে আইওএস ২৬ সংস্করণে পাওয়া একাধিক ত্রুটির সমাধান নিয়ে এসেছে এই আপডেট।
অ্যাপলের রিলিজ নোট অনুযায়ী, আইফোন ১৭, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো মডেলে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ সমস্যা ছিল। আইওএস ২৬.০. ১ আপডেটে এসব সমস্যা সমাধান করা হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, আইওএস ২৬ ইনস্টলের পর তাদের ফোনে সেলুলার নেটওয়ার্ক সংযোগে সমস্যা দেখা দেয়। এই সমস্যাও এবার সমাধান হয়েছে বলে জানায় অ্যাপল।
এ ছাড়া, নির্দিষ্ট আলোতে তোলা ছবিতে অদ্ভুত ধরনের ‘আর্টিফ্যাক্টস’ দেখা যেত, সেটিও ঠিক করা হয়েছে। অনেক সময় কাস্টম টিন্ট যোগ করলে অ্যাপ আইকন ফাঁকা হয়ে যেত, সেই ত্রুটিও দূর করা হয়েছে। কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে আইওএস ২৬ আপডেটের পর ভয়েসওভার ফিচার কাজ করছিল না। এখন সেই সমস্যাও আর থাকছে না।
তবে এখানেই শেষ নয়। অ্যাপলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইওএস ২৬.০. ১-এ একাধিক নিরাপত্তা ত্রুটিরও সমাধান করা হয়েছে। এছাড়া, ফ্লোটিং কিবোর্ড নিজে নিজে অবস্থান পরিবর্তন করছিল। এই ত্রুটিও এখন ঠিক করা হয়েছে।
এদিকে, অ্যাপলের পরবর্তী আপডেট আইওএস ২৬.১ বেটা সংস্করণে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টওয়াচের জন্য আরও উন্নত সাপোর্টের ইঙ্গিত পাওয়া গেছে।
আপডেট করবেন যেভাবে
আইফোন ১১ ও পরবর্তী মডেলে এখনই আইওএস ২৬.০. ১ আপডেটটি ডাউনলোড করতে পারবেন। আপডেট করতে যেতে হবে সেটিংস অ্যাপে। এরপর জেনারেল থেকে সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে। এরপর ইনস্টল নাও নির্বাচন করলেই আপডেটটি ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আইফোন ব্যবহারকারীদের জন্য গত সোমবার নতুন আপডেট আইওএস ২৬.০. ১ প্রকাশ করেছে অ্যাপল। এটি কোনো বড় ধরনের আপডেট নয়। তবে আইওএস ২৬ সংস্করণে পাওয়া একাধিক ত্রুটির সমাধান নিয়ে এসেছে এই আপডেট।
অ্যাপলের রিলিজ নোট অনুযায়ী, আইফোন ১৭, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো মডেলে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ সমস্যা ছিল। আইওএস ২৬.০. ১ আপডেটে এসব সমস্যা সমাধান করা হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, আইওএস ২৬ ইনস্টলের পর তাদের ফোনে সেলুলার নেটওয়ার্ক সংযোগে সমস্যা দেখা দেয়। এই সমস্যাও এবার সমাধান হয়েছে বলে জানায় অ্যাপল।
এ ছাড়া, নির্দিষ্ট আলোতে তোলা ছবিতে অদ্ভুত ধরনের ‘আর্টিফ্যাক্টস’ দেখা যেত, সেটিও ঠিক করা হয়েছে। অনেক সময় কাস্টম টিন্ট যোগ করলে অ্যাপ আইকন ফাঁকা হয়ে যেত, সেই ত্রুটিও দূর করা হয়েছে। কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে আইওএস ২৬ আপডেটের পর ভয়েসওভার ফিচার কাজ করছিল না। এখন সেই সমস্যাও আর থাকছে না।
তবে এখানেই শেষ নয়। অ্যাপলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইওএস ২৬.০. ১-এ একাধিক নিরাপত্তা ত্রুটিরও সমাধান করা হয়েছে। এছাড়া, ফ্লোটিং কিবোর্ড নিজে নিজে অবস্থান পরিবর্তন করছিল। এই ত্রুটিও এখন ঠিক করা হয়েছে।
এদিকে, অ্যাপলের পরবর্তী আপডেট আইওএস ২৬.১ বেটা সংস্করণে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টওয়াচের জন্য আরও উন্নত সাপোর্টের ইঙ্গিত পাওয়া গেছে।
আপডেট করবেন যেভাবে
আইফোন ১১ ও পরবর্তী মডেলে এখনই আইওএস ২৬.০. ১ আপডেটটি ডাউনলোড করতে পারবেন। আপডেট করতে যেতে হবে সেটিংস অ্যাপে। এরপর জেনারেল থেকে সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে। এরপর ইনস্টল নাও নির্বাচন করলেই আপডেটটি ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১৭ ঘণ্টা আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
২১ ঘণ্টা আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
২১ ঘণ্টা আগেছবি তুলতে কে না ভালোবাসে! হাতের কাছে মোবাইল ফোন থাকলেই হলো, মুহূর্তে বন্দী করে ফেলা যায় প্রিয় দৃশ্য বা স্মৃতি। বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণের স্মৃতি কিংবা একান্ত মুহূর্ত—সবই জমা হয় মোবাইল ফোনের গ্যালারিতে।
১ দিন আগে