প্রযুক্তি ডেস্ক
গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা এখন ‘মেটাভার্স’-এর দিকে নজর দিচ্ছে। ফলে অন্যান্য খাতে খরচ কমানোর দিকে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা যায়।
মূলত বেশ কয়েকটি প্রকল্পে কর্মরত টিমকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে মেটা কর্তৃপক্ষ। তাঁদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়া ম্যানেজারদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা যেন মেটার কিছু শেয়ার কিনে নেন। তবে মেটা এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
মেটার একটি সূত্র অনুযায়ী, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও এখনো পর্যন্ত লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। ফলে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে। চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা এখন ‘মেটাভার্স’-এর দিকে নজর দিচ্ছে। ফলে অন্যান্য খাতে খরচ কমানোর দিকে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা যায়।
মূলত বেশ কয়েকটি প্রকল্পে কর্মরত টিমকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে মেটা কর্তৃপক্ষ। তাঁদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়া ম্যানেজারদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা যেন মেটার কিছু শেয়ার কিনে নেন। তবে মেটা এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
মেটার একটি সূত্র অনুযায়ী, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও এখনো পর্যন্ত লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। ফলে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে। চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১২ ঘণ্টা আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
১ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
১ দিন আগে