অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই।
রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-
১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন
২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন
৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।
তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না, টুইটার তা জানতে চাইবে।
বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই।
রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-
১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন
২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন
৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।
তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না, টুইটার তা জানতে চাইবে।
বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন।
আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ, চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎক
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) অংশীদারির মধ্যে থাকা বিজ্ঞানীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। নতুন শর্তাবলিতে গবেষকদের কাজের ক্ষেত্র থেকে ‘এআই নিরাপত্তা’, ‘দায়িত্বশীল এআই’ ও ‘এআই ন্যায্যতা’ বি
৪ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআই এর লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
৬ ঘণ্টা আগেইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
৭ ঘণ্টা আগে