শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয়তম প্ল্যাটফর্ম এখন টিকটক। এটিকে কমবয়সীদের ‘নষ্ট’ করার প্ল্যাটফর্ম বলছেন অনেকে। তবে নীরবে অনেক কিছুর মানচিত্র পাল্টে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। তা হয়তো সাধারণ দর্শকেরা টের পাচ্ছেন না।
কিন্তু একটু গভীরভাবে অনুসরণ করলেই বোঝা যাবে, বিশেষ করে সংগীতজগতের খোলনলচে পাল্টে দিচ্ছে টিকটক।
ক্লো অ্যাডামস বিয়ের অনুষ্ঠানে গান গাইতে নিয়মিত আমন্ত্রণ পাইতেন। তাঁর ক্যারিয়ার সেখানেই আটকে ছিল। ক্যারিয়ারটা আরেকটু বিস্তৃত হবে তা কখনো ভাবেননি তিনি। সেই সুযোগ করে দিয়েছে টিকটক। টিকটকের নতুন সংগীত পরিষেবা সাউন্ডঅন-এ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
নতুন পরিষেবাটি নামধামহীন শিল্পীদের গান প্রচারের একটি চমৎকার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সেখান থেকে অর্থ আয়েরও সুযোগ দিয়েছে টিকটক।
মাত্র গত সপ্তাহে সাউন্ডঅন অবমুক্ত করেছে টিকটক। এর আগেই টিকটকে ক্লোর ফলোয়ার ছিল ১২ লাখ। নতুন প্ল্যাটফর্মে তাঁর গান এই বিপুলসংখ্যক ফলোয়ারকে ভালোমতোই আকর্ষণ করেছে।
সোশ্যাল মিডিয়ায় অনেক হিট গানের মতো তাঁর ‘ডার্টি থটস’ শিরোনামের গানটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এরই মধ্যে গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইতেও হলুস্থূল ফেলে দিয়েছে। প্রায় ১ কোটিবার শোনা হয়েছে সেটি।
ইংল্যান্ডের লিসেস্টার শহরে থাকেন ক্লো অ্যাডামস। ২৪ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেন, টিকটক এখন উদীয়মান শিল্পীদের একমাত্র ভরসাস্থল।
ক্লো বলেন, ‘আমি বিয়ের ব্যান্ডে গাইতাম। ব্যান্ডের প্রধান ভোকাল ছিলাম। অ্যাকুস্টিক গিটারও বাজিয়েছি। শত শত বিয়েতে গাওয়ার আমন্ত্রণ পেয়েছি। এখন আমার সারা দিন কাটছে নতুন নতুন গান বানানোর কাজে। নিজের গান প্রকাশের এমন একটি প্ল্যাটফর্ম না পেলে হয়তো আমাকে ব্যান্ডেই থেকে যেতে হতো।’
সাউন্ডঅন আসার আগে ভাইরাল ট্র্যাকের পেছনের শিল্পীদের টিকটক ছেড়ে বিকল্প পথ খুঁজতে হতো। এখন তাঁরা রেসো, অ্যাপল মিউজিক, স্পটিফাই, প্যান্ডোরা, ডিজার এবং টেনসেন্টের জুক্সসহ অন্যান্য সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মে জায়গা করে নিতে নতুন অ্যাপটিকে কাজে লাগাচ্ছেন। তাঁরা এক জায়গায় সবকিছু পাচ্ছেন।
সাউন্ডঅন প্রথম বছরে শিল্পীদের শতভাগ এবং পরে ৯০ শতাংশ রয়্যালটি দেবে। ফলে নতুন এবং পাদপ্রদীপের নিচে থাকা শিল্পীদের ক্ষমতায়নে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয়তম প্ল্যাটফর্ম এখন টিকটক। এটিকে কমবয়সীদের ‘নষ্ট’ করার প্ল্যাটফর্ম বলছেন অনেকে। তবে নীরবে অনেক কিছুর মানচিত্র পাল্টে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। তা হয়তো সাধারণ দর্শকেরা টের পাচ্ছেন না।
কিন্তু একটু গভীরভাবে অনুসরণ করলেই বোঝা যাবে, বিশেষ করে সংগীতজগতের খোলনলচে পাল্টে দিচ্ছে টিকটক।
ক্লো অ্যাডামস বিয়ের অনুষ্ঠানে গান গাইতে নিয়মিত আমন্ত্রণ পাইতেন। তাঁর ক্যারিয়ার সেখানেই আটকে ছিল। ক্যারিয়ারটা আরেকটু বিস্তৃত হবে তা কখনো ভাবেননি তিনি। সেই সুযোগ করে দিয়েছে টিকটক। টিকটকের নতুন সংগীত পরিষেবা সাউন্ডঅন-এ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
নতুন পরিষেবাটি নামধামহীন শিল্পীদের গান প্রচারের একটি চমৎকার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সেখান থেকে অর্থ আয়েরও সুযোগ দিয়েছে টিকটক।
মাত্র গত সপ্তাহে সাউন্ডঅন অবমুক্ত করেছে টিকটক। এর আগেই টিকটকে ক্লোর ফলোয়ার ছিল ১২ লাখ। নতুন প্ল্যাটফর্মে তাঁর গান এই বিপুলসংখ্যক ফলোয়ারকে ভালোমতোই আকর্ষণ করেছে।
সোশ্যাল মিডিয়ায় অনেক হিট গানের মতো তাঁর ‘ডার্টি থটস’ শিরোনামের গানটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এরই মধ্যে গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইতেও হলুস্থূল ফেলে দিয়েছে। প্রায় ১ কোটিবার শোনা হয়েছে সেটি।
ইংল্যান্ডের লিসেস্টার শহরে থাকেন ক্লো অ্যাডামস। ২৪ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেন, টিকটক এখন উদীয়মান শিল্পীদের একমাত্র ভরসাস্থল।
ক্লো বলেন, ‘আমি বিয়ের ব্যান্ডে গাইতাম। ব্যান্ডের প্রধান ভোকাল ছিলাম। অ্যাকুস্টিক গিটারও বাজিয়েছি। শত শত বিয়েতে গাওয়ার আমন্ত্রণ পেয়েছি। এখন আমার সারা দিন কাটছে নতুন নতুন গান বানানোর কাজে। নিজের গান প্রকাশের এমন একটি প্ল্যাটফর্ম না পেলে হয়তো আমাকে ব্যান্ডেই থেকে যেতে হতো।’
সাউন্ডঅন আসার আগে ভাইরাল ট্র্যাকের পেছনের শিল্পীদের টিকটক ছেড়ে বিকল্প পথ খুঁজতে হতো। এখন তাঁরা রেসো, অ্যাপল মিউজিক, স্পটিফাই, প্যান্ডোরা, ডিজার এবং টেনসেন্টের জুক্সসহ অন্যান্য সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মে জায়গা করে নিতে নতুন অ্যাপটিকে কাজে লাগাচ্ছেন। তাঁরা এক জায়গায় সবকিছু পাচ্ছেন।
সাউন্ডঅন প্রথম বছরে শিল্পীদের শতভাগ এবং পরে ৯০ শতাংশ রয়্যালটি দেবে। ফলে নতুন এবং পাদপ্রদীপের নিচে থাকা শিল্পীদের ক্ষমতায়নে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা
৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি
৫ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে ১৬৭ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। হোয়াটসঅ্যাপে পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে ম্যালওয়্যার হামলার ঘটনায় এ রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি জুরি।
৭ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
৯ ঘণ্টা আগে