Ajker Patrika

নিরাপদে ফেসবুক ব্যবহারে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২১, ২০: ৫০
Thumbnail image

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে এখন ফেসবুক বেশ জনপ্রিয়। এর মাধ্যমে যোগাযোগ অনেক সহজ হয়েছে। অনেকেই জীবনে নতুন ছন্দ খুঁজে পেয়েছেন ফেসবুকের কল্যাণে। তবে এর কারণে অনেক সময় জীবনে ছন্দপতনও ঘটতে পারে। এ জন্য নিরাপদে ফেসবুক ব্যবহারের দিকে একটু খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলেই এ ক্ষেত্রে নিরাপদ থাকা যায়—

  • সংযুক্ত হওয়ার আগে প্রতিটি ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে ভালো করে খোঁজ নিন। নিশ্চিত হয়ে নিন, যে লোকটির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আসলেই সেই ব্যক্তিই।

  • আপনার ব্যাংকিং এবং অর্থনৈতিক তথ্য সংরক্ষণ করুন। কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা অন্য কোনো অর্থনৈতিক তথ্য ফেসবুকে শেয়ার করবেন না।

  • অচেনা ব্যক্তি সম্পর্কে সতর্ক হোন। এমন কাউকে ফেসবুকে সংযুক্ত করবেন না, যাকে আপনি চেনেন না।

  • আপনার পাসওয়ার্ডটি নিরাপদ রাখুন। অন্য ওয়েবসাইট এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই না রাখা ভালো। আপনার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। অনলাইনে কোথাও আপনার পাসওয়ার্ড লিখে রাখবেন না।

  • ভাইরাস যাতে আপনার কম্পিউটার, মোবাইল বা অন্য ডিজিটাল ডিভাইসে, যেখানে আপনি ফেসবুক ব্যবহার করছেন, সেটিকে আক্রমণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ লিংকে কখনো ক্লিক করবেন না। এই লিংক কোনো বন্ধু বা কোনো চেনাজানা কোম্পানি থেকে এলেও তাতে আপনার ক্লিক না করাই উত্তম।

  • আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন, সেটি যদি অন্য ব্যক্তিদের ব্যবহারের সুযোগ থাকে, তাহলে অবশ্যই ফেসবুক ব্যবহার শেষে লগ আউট করুন।

তথ্যসূত্র: ফেসবুক, ক্যাসপারস্কি ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত