প্রযুক্তি ডেস্ক
টিকটকের পথেই হাঁটছে ইনস্টাগ্রাম। ‘টেক অ্যা ব্রেক’ নামের নতুন এক ফিচার চালু করছে জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে এই ফিচার চালু করার ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি।
অ্যাডাম মোসেরি বলছেন, ইনস্টাগ্রামে কিশোরদের আসক্তি নিয়ন্ত্রণেই নতুন ফিচার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার মুখপাত্রের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, এই ‘টেক অ্যা ব্রেক’ ফিচার নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীদের এই অ্যাপ থেকে বেরিয়ে যেতে নির্দেশনা দেবে। এই নির্দেশাবলি কখন দেখানো হবে ব্যবহারকারী নিজেও সেই সময়সীমা বেঁধে দিতে পারবেন। তা হতে পারে ১০, ২০ বা ৩০ মিনিট পরপর। ব্যবহারকারীরা চাইলে আরও বেশি বিরতি নিতে পারবেন। সে ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
অন্যদিকে বেশ কিছুদিন আগেই একই ধরনের ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এবার টিকটকের পথেই গেল ইনস্টাগ্রাম।
কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির দায় নিয়ে বেশ কিছুদিন ধরে চাপের মুখে আছে ইনস্টাগ্রাম। নতুন ফিচারটি তরুণ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য নকশা করা নতুন ফিচারের একটি ক্লাস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানিয়েছিল, এই প্ল্যাটফর্ম থেকে এমন ব্যবহারকারীদের নিষিদ্ধ করা হবে, ফলো না করা সত্ত্বেও যারা কিশোর-কিশোরীদের সরাসরি বার্তা পাঠায়। এ পদ্ধতি অনেকটাই কার্যকর করতে যাচ্ছে তারা। ফলো না করা ব্যক্তিদের কোনো বিষয়ে ট্যাগ করার ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা।
ইনস্টাগ্রাম আরও জানিয়েছে, সন্তানদের অ্যাকাউন্টের ওপর অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য তারা কাজ করছে। এতে করে সন্তানেরা ইনস্টাগ্রামে কত সময় ব্যয় করছে, অভিভাবকেরা তা জানতে পারবেন। চলতি বছরই ১৩ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আলাদা ইনস্টাগ্রাম অ্যাপ চালু করার কথা ছিল। যদিও গত সেপ্টেম্বরে এই পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
টিকটকের পথেই হাঁটছে ইনস্টাগ্রাম। ‘টেক অ্যা ব্রেক’ নামের নতুন এক ফিচার চালু করছে জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে এই ফিচার চালু করার ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি।
অ্যাডাম মোসেরি বলছেন, ইনস্টাগ্রামে কিশোরদের আসক্তি নিয়ন্ত্রণেই নতুন ফিচার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার মুখপাত্রের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, এই ‘টেক অ্যা ব্রেক’ ফিচার নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীদের এই অ্যাপ থেকে বেরিয়ে যেতে নির্দেশনা দেবে। এই নির্দেশাবলি কখন দেখানো হবে ব্যবহারকারী নিজেও সেই সময়সীমা বেঁধে দিতে পারবেন। তা হতে পারে ১০, ২০ বা ৩০ মিনিট পরপর। ব্যবহারকারীরা চাইলে আরও বেশি বিরতি নিতে পারবেন। সে ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
অন্যদিকে বেশ কিছুদিন আগেই একই ধরনের ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এবার টিকটকের পথেই গেল ইনস্টাগ্রাম।
কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির দায় নিয়ে বেশ কিছুদিন ধরে চাপের মুখে আছে ইনস্টাগ্রাম। নতুন ফিচারটি তরুণ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য নকশা করা নতুন ফিচারের একটি ক্লাস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানিয়েছিল, এই প্ল্যাটফর্ম থেকে এমন ব্যবহারকারীদের নিষিদ্ধ করা হবে, ফলো না করা সত্ত্বেও যারা কিশোর-কিশোরীদের সরাসরি বার্তা পাঠায়। এ পদ্ধতি অনেকটাই কার্যকর করতে যাচ্ছে তারা। ফলো না করা ব্যক্তিদের কোনো বিষয়ে ট্যাগ করার ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা।
ইনস্টাগ্রাম আরও জানিয়েছে, সন্তানদের অ্যাকাউন্টের ওপর অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য তারা কাজ করছে। এতে করে সন্তানেরা ইনস্টাগ্রামে কত সময় ব্যয় করছে, অভিভাবকেরা তা জানতে পারবেন। চলতি বছরই ১৩ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আলাদা ইনস্টাগ্রাম অ্যাপ চালু করার কথা ছিল। যদিও গত সেপ্টেম্বরে এই পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
১০ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১৫ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
১ দিন আগে