ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
২ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
১৮ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১৯ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২০ ঘণ্টা আগে