প্রযুক্তি ডেস্ক
ছবি শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম নতুন এক ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’। যার মাধ্যমে একজন ইউজার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে ১৫ সেকেন্ডের ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয় ইনস্টাগ্রাম প্রোফাইলের যেকোনো জায়গায় শেয়ার দিতে পারেন। তবে নতুন এই ফিচার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে চালু আছে।
গতকাল বৃহস্পতিবার এই ইনস্টাগ্রাম রিলে আরও দুটি নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। তা হলো-টেক্সট টু স্পিচ এবং ভয়েস এফেক্টস। এরই মধ্যেই এ ফিচার দুটি টিকটকে বেশ জনপ্রিয় থাকলেও কনটেন্ট ক্রিয়েটররা এখন ইনস্টাগ্রামেও এর স্বাদ পাবেন। ধারণা করা হচ্ছে, ছোট দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে টিকটককে টেক্কা দিতেই তাদের এই প্রয়াস। শুধু তাই নয়, রিলে ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে এই টেক্সট টু স্পিচ ফিচার বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে তাঁরা যেকোনো লেখা খুব সহজেই বুঝতে পারেন। টিকটকের টেক্সট টু স্পিচ ফিচারের রোবোটিক ভয়েস তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ফিচারের পেছনে ভয়েস দেওয়া শিল্পী পরে টিকটকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। কারণ তিনি ফিচারটি ব্যবহার করে ভয়েস রেকর্ডের অনুমতি দেননি। পরবর্তীতে এই ফিচারে ভয়েস আর্টিস্ট পরিবর্তন করে টিকটক।
অবশ্য নিজের ভয়েস দেওয়ার সুযোগ থাকায় টেক্সট টু স্পিচ ফিচার খুব একটা ব্যবহার করেন না কনটেন্ট ক্রিয়েটররা। তবে মজার ভিডিও তৈরিতে এই ফিচার ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে এই ফিচার ‘রিলস ক্যামেরা’র টেক্সট টুলের মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করে আপলোড করার পরেই এখানে টেক্সট যোগ করা যাবে।
একবার টেক্সট যোগ করা হয়ে গেলে স্ক্রিনের নিচে টেক্সট বাবল দেখা যাবে। এই টেক্সট ওই ভিডিওতে কখন প্রদর্শিত হবে ব্যবহারকারী সে সময়সীমা বেঁধে দিতে পারেন। তবে এখন প্রতিটি টেক্সট বাবলের জন্য একটি থ্রি ডট বাটন পাবেন, যেখানে ক্লিক করলে নতুন এক মেনু সামনে আসবে। যা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে।
এর ভয়েস ইফেক্ট ফিচার রিলের ভিডিওগুলো আরও সৃষ্টিশীল করে তুলবে। রিল রেকর্ড করার পরে মিউজিক নোটে চাপ দিলেই ইফেক্টগুলো দেখা যাবে। সেখানে থাকা ইফেক্ট মেনুর সাহায্যে ব্যবহারকারী নিজের মতো করে রিলের অডিও পরিবর্তন করতে পারবেন। মোবাইলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন চালু হওয়া এই ফিচার দুটি ব্যবহার করতে পারছেন।
ছবি শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম নতুন এক ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’। যার মাধ্যমে একজন ইউজার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে ১৫ সেকেন্ডের ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয় ইনস্টাগ্রাম প্রোফাইলের যেকোনো জায়গায় শেয়ার দিতে পারেন। তবে নতুন এই ফিচার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে চালু আছে।
গতকাল বৃহস্পতিবার এই ইনস্টাগ্রাম রিলে আরও দুটি নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। তা হলো-টেক্সট টু স্পিচ এবং ভয়েস এফেক্টস। এরই মধ্যেই এ ফিচার দুটি টিকটকে বেশ জনপ্রিয় থাকলেও কনটেন্ট ক্রিয়েটররা এখন ইনস্টাগ্রামেও এর স্বাদ পাবেন। ধারণা করা হচ্ছে, ছোট দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে টিকটককে টেক্কা দিতেই তাদের এই প্রয়াস। শুধু তাই নয়, রিলে ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে এই টেক্সট টু স্পিচ ফিচার বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে তাঁরা যেকোনো লেখা খুব সহজেই বুঝতে পারেন। টিকটকের টেক্সট টু স্পিচ ফিচারের রোবোটিক ভয়েস তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ফিচারের পেছনে ভয়েস দেওয়া শিল্পী পরে টিকটকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। কারণ তিনি ফিচারটি ব্যবহার করে ভয়েস রেকর্ডের অনুমতি দেননি। পরবর্তীতে এই ফিচারে ভয়েস আর্টিস্ট পরিবর্তন করে টিকটক।
অবশ্য নিজের ভয়েস দেওয়ার সুযোগ থাকায় টেক্সট টু স্পিচ ফিচার খুব একটা ব্যবহার করেন না কনটেন্ট ক্রিয়েটররা। তবে মজার ভিডিও তৈরিতে এই ফিচার ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে এই ফিচার ‘রিলস ক্যামেরা’র টেক্সট টুলের মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করে আপলোড করার পরেই এখানে টেক্সট যোগ করা যাবে।
একবার টেক্সট যোগ করা হয়ে গেলে স্ক্রিনের নিচে টেক্সট বাবল দেখা যাবে। এই টেক্সট ওই ভিডিওতে কখন প্রদর্শিত হবে ব্যবহারকারী সে সময়সীমা বেঁধে দিতে পারেন। তবে এখন প্রতিটি টেক্সট বাবলের জন্য একটি থ্রি ডট বাটন পাবেন, যেখানে ক্লিক করলে নতুন এক মেনু সামনে আসবে। যা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে।
এর ভয়েস ইফেক্ট ফিচার রিলের ভিডিওগুলো আরও সৃষ্টিশীল করে তুলবে। রিল রেকর্ড করার পরে মিউজিক নোটে চাপ দিলেই ইফেক্টগুলো দেখা যাবে। সেখানে থাকা ইফেক্ট মেনুর সাহায্যে ব্যবহারকারী নিজের মতো করে রিলের অডিও পরিবর্তন করতে পারবেন। মোবাইলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন চালু হওয়া এই ফিচার দুটি ব্যবহার করতে পারছেন।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
১৬ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
২০ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১ দিন আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
২ দিন আগে