অপ্রতিরোধ্য গতিতে ছুটছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। অনলাইনে জনপ্রিয়তায় এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকেও ছাড়িয়ে গেল। ফলে ইন্টারনেটে এখন বিশ্বের জনপ্রিয়তম গন্তব্য চীনা এই অ্যাপ।
তথ্যপ্রযুক্তির নিরাপত্তাবিষয়ক কোম্পানি ক্লাউডফ্লেয়ারের সর্বশেষ তথ্য-উপাত্ত এমনটাই জানাচ্ছে। তারা জানিয়েছে, আমেরিকান কোম্পানি গুগলের চেয়ে বেশি ট্রাফিক পায় টিকটক।
ক্লাউডফ্লেয়ারের র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং জুনে টিকটকে হিট ছিল গুগলের চেয়ে বেশি। আগস্ট পর্যন্ত এই অবস্থান ধরে রেখেছিল টিকটক।
যেখানে গত বছর প্রথম স্থানে ছিল গুগল। আর টিকটক, আমাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো ছিল শীর্ষ দশের মধ্যে।
ক্লাউডফ্লেয়ার মনে করছে, কোভিড মহামারির কারণেই মূলত টিকটক এতটা ট্রাফিক পেয়েছে। লকডাউনে মানুষ যখন ঘরে বন্দী, তখন তারা হন্যে হয়ে বিনোদনের উৎস খুঁজেছে। ফলে এ সময় নেটফ্লিক্স, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক ব্যাপকভাবে বেড়ে যায়।
এদিকে ডেটা কোম্পানি সেন্সর টাওয়ারের হিসাবে, চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০০ কোটির বেশিবার টিকটক অ্যাপ ডাউনলোড করা হয়েছে।
চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন কোম্পানি টিকটক। বর্তমানে তাদের এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। বিশ্বব্যাপী এ অ্যাপের ব্যবহারকারী বাড়ছেই।
চীনে অবশ্য টিকটক ভিন্ন নামে রয়েছে। সরকারি বিধিমালার মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায় এটি দৌয়িন নামে পরিচিত। এটি অবমুক্ত করা হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই বছরই চীন সরকার ১৪ বছর বয়সীদের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহারে দৈনিক ৪০ মিনিট সময় বেঁধে দেয়।
অপ্রতিরোধ্য গতিতে ছুটছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। অনলাইনে জনপ্রিয়তায় এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকেও ছাড়িয়ে গেল। ফলে ইন্টারনেটে এখন বিশ্বের জনপ্রিয়তম গন্তব্য চীনা এই অ্যাপ।
তথ্যপ্রযুক্তির নিরাপত্তাবিষয়ক কোম্পানি ক্লাউডফ্লেয়ারের সর্বশেষ তথ্য-উপাত্ত এমনটাই জানাচ্ছে। তারা জানিয়েছে, আমেরিকান কোম্পানি গুগলের চেয়ে বেশি ট্রাফিক পায় টিকটক।
ক্লাউডফ্লেয়ারের র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং জুনে টিকটকে হিট ছিল গুগলের চেয়ে বেশি। আগস্ট পর্যন্ত এই অবস্থান ধরে রেখেছিল টিকটক।
যেখানে গত বছর প্রথম স্থানে ছিল গুগল। আর টিকটক, আমাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো ছিল শীর্ষ দশের মধ্যে।
ক্লাউডফ্লেয়ার মনে করছে, কোভিড মহামারির কারণেই মূলত টিকটক এতটা ট্রাফিক পেয়েছে। লকডাউনে মানুষ যখন ঘরে বন্দী, তখন তারা হন্যে হয়ে বিনোদনের উৎস খুঁজেছে। ফলে এ সময় নেটফ্লিক্স, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক ব্যাপকভাবে বেড়ে যায়।
এদিকে ডেটা কোম্পানি সেন্সর টাওয়ারের হিসাবে, চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০০ কোটির বেশিবার টিকটক অ্যাপ ডাউনলোড করা হয়েছে।
চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন কোম্পানি টিকটক। বর্তমানে তাদের এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। বিশ্বব্যাপী এ অ্যাপের ব্যবহারকারী বাড়ছেই।
চীনে অবশ্য টিকটক ভিন্ন নামে রয়েছে। সরকারি বিধিমালার মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায় এটি দৌয়িন নামে পরিচিত। এটি অবমুক্ত করা হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই বছরই চীন সরকার ১৪ বছর বয়সীদের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহারে দৈনিক ৪০ মিনিট সময় বেঁধে দেয়।
চীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৮ মিনিট আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
২ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিনিয়োগকারীদের কাছে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীরা। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল এবং ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ। একজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত শুক্রবার এ তথ্য জা
৩ ঘণ্টা আগে