অনলাইন ডেস্ক
অপ্রতিরোধ্য গতিতে ছুটছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। অনলাইনে জনপ্রিয়তায় এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকেও ছাড়িয়ে গেল। ফলে ইন্টারনেটে এখন বিশ্বের জনপ্রিয়তম গন্তব্য চীনা এই অ্যাপ।
তথ্যপ্রযুক্তির নিরাপত্তাবিষয়ক কোম্পানি ক্লাউডফ্লেয়ারের সর্বশেষ তথ্য-উপাত্ত এমনটাই জানাচ্ছে। তারা জানিয়েছে, আমেরিকান কোম্পানি গুগলের চেয়ে বেশি ট্রাফিক পায় টিকটক।
ক্লাউডফ্লেয়ারের র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং জুনে টিকটকে হিট ছিল গুগলের চেয়ে বেশি। আগস্ট পর্যন্ত এই অবস্থান ধরে রেখেছিল টিকটক।
যেখানে গত বছর প্রথম স্থানে ছিল গুগল। আর টিকটক, আমাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো ছিল শীর্ষ দশের মধ্যে।
ক্লাউডফ্লেয়ার মনে করছে, কোভিড মহামারির কারণেই মূলত টিকটক এতটা ট্রাফিক পেয়েছে। লকডাউনে মানুষ যখন ঘরে বন্দী, তখন তারা হন্যে হয়ে বিনোদনের উৎস খুঁজেছে। ফলে এ সময় নেটফ্লিক্স, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক ব্যাপকভাবে বেড়ে যায়।
এদিকে ডেটা কোম্পানি সেন্সর টাওয়ারের হিসাবে, চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০০ কোটির বেশিবার টিকটক অ্যাপ ডাউনলোড করা হয়েছে।
চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন কোম্পানি টিকটক। বর্তমানে তাদের এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। বিশ্বব্যাপী এ অ্যাপের ব্যবহারকারী বাড়ছেই।
চীনে অবশ্য টিকটক ভিন্ন নামে রয়েছে। সরকারি বিধিমালার মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায় এটি দৌয়িন নামে পরিচিত। এটি অবমুক্ত করা হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই বছরই চীন সরকার ১৪ বছর বয়সীদের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহারে দৈনিক ৪০ মিনিট সময় বেঁধে দেয়।
অপ্রতিরোধ্য গতিতে ছুটছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। অনলাইনে জনপ্রিয়তায় এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকেও ছাড়িয়ে গেল। ফলে ইন্টারনেটে এখন বিশ্বের জনপ্রিয়তম গন্তব্য চীনা এই অ্যাপ।
তথ্যপ্রযুক্তির নিরাপত্তাবিষয়ক কোম্পানি ক্লাউডফ্লেয়ারের সর্বশেষ তথ্য-উপাত্ত এমনটাই জানাচ্ছে। তারা জানিয়েছে, আমেরিকান কোম্পানি গুগলের চেয়ে বেশি ট্রাফিক পায় টিকটক।
ক্লাউডফ্লেয়ারের র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং জুনে টিকটকে হিট ছিল গুগলের চেয়ে বেশি। আগস্ট পর্যন্ত এই অবস্থান ধরে রেখেছিল টিকটক।
যেখানে গত বছর প্রথম স্থানে ছিল গুগল। আর টিকটক, আমাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো ছিল শীর্ষ দশের মধ্যে।
ক্লাউডফ্লেয়ার মনে করছে, কোভিড মহামারির কারণেই মূলত টিকটক এতটা ট্রাফিক পেয়েছে। লকডাউনে মানুষ যখন ঘরে বন্দী, তখন তারা হন্যে হয়ে বিনোদনের উৎস খুঁজেছে। ফলে এ সময় নেটফ্লিক্স, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক ব্যাপকভাবে বেড়ে যায়।
এদিকে ডেটা কোম্পানি সেন্সর টাওয়ারের হিসাবে, চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০০ কোটির বেশিবার টিকটক অ্যাপ ডাউনলোড করা হয়েছে।
চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন কোম্পানি টিকটক। বর্তমানে তাদের এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। বিশ্বব্যাপী এ অ্যাপের ব্যবহারকারী বাড়ছেই।
চীনে অবশ্য টিকটক ভিন্ন নামে রয়েছে। সরকারি বিধিমালার মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায় এটি দৌয়িন নামে পরিচিত। এটি অবমুক্ত করা হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই বছরই চীন সরকার ১৪ বছর বয়সীদের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহারে দৈনিক ৪০ মিনিট সময় বেঁধে দেয়।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
১০ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১৬ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
১ দিন আগে