প্রযুক্তি ডেস্ক
অফিসের মোবাইল ফোন থেকে কর্মীদের চীনা মালিকানাধীন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের অ্যাপ মুছে ফেলার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সম্প্রচার সংস্থা বিবিসি। বিবিসির জারি করা নির্দেশনায় বলা হয়, ‘কোনো যুক্তিযুক্ত ব্যবসায়িক কারণ না থাকলে আমরা আমাদের অফিসের ডিভাইসগুলোতে টিকটক ইনস্টলের করার পরামর্শ দিই না। নিতান্তই ব্যবসায়িক কারণে টিকটকের প্রয়োজন না হলে, অ্যাপটি মুছে ফেলা উচিত।’
নির্দেশিকাতে আরও বলা হয়, তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সকল সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করে যুক্তরাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেয় বিবিসি।
বিবিসি নির্দেশিকা অনুযায়ী, কর্মীরা এখনো সম্পাদকীয় এবং বিপণনের কাজে অফিসের ফোনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। যদিও এ ক্ষেত্রে প্রয়োজন হলে এটি বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
বিবিসির একজন মুখপাত্র সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘বিবিসি আমাদের সিস্টেম, ডেটা এবং মানুষের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। আমরা টিকটকসহ তৃতীয় পক্ষের অ্যাপগুলোর কার্যকলাপ নিয়মিত পর্যালোচনা করছি এবং তা চালিয়ে যাব।’
বিবিসির এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও এখনো সম্পাদকীয়, বিপণন এবং প্রতিবেদনের উদ্দেশে টিকটক ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটক জানায়, টিকটকের প্ল্যাটফর্মে বিবিসির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। সংবাদ থেকে সংগীত পর্যন্ত— বিবিসির একাধিক অ্যাকাউন্ট যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছেছে।
বিবিসির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক বিগত কয়েক মাস ধরে বিবিসিকে টিকটকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করে আসছেন। ফিন্যান্সিয়াল টাইমস, ফোর্বস এবং বাজফিডের রিপোর্টারদের ট্র্যাক করার দায় টিকটক স্বীকার করার পর বিবিসির কিছু কর্মী এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
চলতি মাসের শুরুতে ডেনমার্কের সম্প্রচার মাধ্যম ‘ডিআর’ প্রথম জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান হিসেবে কর্মীদের অফিসের ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করে। তবে কর্মীদের নির্দিষ্ট কিছু ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যা শুধু গবেষণার উদ্দেশে ব্যবহার করা যাবে।
বিবিসির ‘সানডে উইদ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস সেক্রেটারি অলিভার ডাউডেন বলেন, ‘ঝুঁকি কমানোর উদ্দেশ্যে সরকার টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করে।’
তিনি আরও বলেন, ‘সরকারি ফোনগুলো এমনিতেই উচ্চ ঝুঁকিতে থাকে। টিকটক ইনস্টল করা থাকলে সেই ঝুঁকি আরও বাড়ে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে অনেকগুলো অ্যাপ ভৌগোলিক অবস্থান, কন্টাক্ট নম্বরসহ ফোনে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে।’
অফিসের মোবাইল ফোন থেকে কর্মীদের চীনা মালিকানাধীন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের অ্যাপ মুছে ফেলার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সম্প্রচার সংস্থা বিবিসি। বিবিসির জারি করা নির্দেশনায় বলা হয়, ‘কোনো যুক্তিযুক্ত ব্যবসায়িক কারণ না থাকলে আমরা আমাদের অফিসের ডিভাইসগুলোতে টিকটক ইনস্টলের করার পরামর্শ দিই না। নিতান্তই ব্যবসায়িক কারণে টিকটকের প্রয়োজন না হলে, অ্যাপটি মুছে ফেলা উচিত।’
নির্দেশিকাতে আরও বলা হয়, তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সকল সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করে যুক্তরাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেয় বিবিসি।
বিবিসি নির্দেশিকা অনুযায়ী, কর্মীরা এখনো সম্পাদকীয় এবং বিপণনের কাজে অফিসের ফোনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। যদিও এ ক্ষেত্রে প্রয়োজন হলে এটি বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
বিবিসির একজন মুখপাত্র সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘বিবিসি আমাদের সিস্টেম, ডেটা এবং মানুষের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। আমরা টিকটকসহ তৃতীয় পক্ষের অ্যাপগুলোর কার্যকলাপ নিয়মিত পর্যালোচনা করছি এবং তা চালিয়ে যাব।’
বিবিসির এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও এখনো সম্পাদকীয়, বিপণন এবং প্রতিবেদনের উদ্দেশে টিকটক ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটক জানায়, টিকটকের প্ল্যাটফর্মে বিবিসির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। সংবাদ থেকে সংগীত পর্যন্ত— বিবিসির একাধিক অ্যাকাউন্ট যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছেছে।
বিবিসির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক বিগত কয়েক মাস ধরে বিবিসিকে টিকটকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করে আসছেন। ফিন্যান্সিয়াল টাইমস, ফোর্বস এবং বাজফিডের রিপোর্টারদের ট্র্যাক করার দায় টিকটক স্বীকার করার পর বিবিসির কিছু কর্মী এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
চলতি মাসের শুরুতে ডেনমার্কের সম্প্রচার মাধ্যম ‘ডিআর’ প্রথম জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান হিসেবে কর্মীদের অফিসের ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করে। তবে কর্মীদের নির্দিষ্ট কিছু ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যা শুধু গবেষণার উদ্দেশে ব্যবহার করা যাবে।
বিবিসির ‘সানডে উইদ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস সেক্রেটারি অলিভার ডাউডেন বলেন, ‘ঝুঁকি কমানোর উদ্দেশ্যে সরকার টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করে।’
তিনি আরও বলেন, ‘সরকারি ফোনগুলো এমনিতেই উচ্চ ঝুঁকিতে থাকে। টিকটক ইনস্টল করা থাকলে সেই ঝুঁকি আরও বাড়ে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে অনেকগুলো অ্যাপ ভৌগোলিক অবস্থান, কন্টাক্ট নম্বরসহ ফোনে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে।’
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৩ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
১৬ ঘণ্টা আগে