প্রযুক্তি ডেস্ক
বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত ‘আসল’ অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভুয়া অ্যাকাউন্ট কমাতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ইলন মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই সিদ্ধান্তটি জানান। পোস্ট করা টুইটে তিনি বলেন, ‘সংস্থাগুলো শিগগিরই টুইটারে নিজেদের আসল অ্যাকাউন্ট চিহ্নিত করার সুযোগ পাবে।’ তবে ঠিক কীভাবে ও কবে এই সুবিধা চালু করা হবে—এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, টুইটার সম্প্রতি তাঁদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করেছে। ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার পর থেকেই ভুয়া অ্যাকাউন্টে ভরে যায় টুইটার। ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে ব্লু টিক থাকায় বিভ্রান্ত হয়ে পড়ে টুইটার ব্যবহারকারীরা। টেসলা, স্পেস এক্সসহ নেসলে, রোব্লক্সের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর নামে ভুয়া অ্যাকাউন্টের দেখা মেলে টুইটারে। এমনকি দেখা মেলে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্টও!
ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘ইলি লিলি অ্যান্ড কো’ এর নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে টুইট করে এক ব্যবহারকারী। টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে ইনসুলিন বিনা মূল্যে পাওয়া যাবে।’ এই টুইটের প্রভাব পড়ে ‘ইলি লিলি অ্যান্ড কো’র স্টকে। কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ।
ইলন মাস্ক অবশ্য আগামী সপ্তাহের শেষ দিকে ব্লু টিক আবার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। পূর্বে টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল আনার ঘোষণা দেয় কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। তবে ‘অফিশিয়াল’ লেবেলটি চালু হওয়ার একদিনের মধ্যেই সেটি সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ।
বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত ‘আসল’ অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভুয়া অ্যাকাউন্ট কমাতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ইলন মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই সিদ্ধান্তটি জানান। পোস্ট করা টুইটে তিনি বলেন, ‘সংস্থাগুলো শিগগিরই টুইটারে নিজেদের আসল অ্যাকাউন্ট চিহ্নিত করার সুযোগ পাবে।’ তবে ঠিক কীভাবে ও কবে এই সুবিধা চালু করা হবে—এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, টুইটার সম্প্রতি তাঁদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করেছে। ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার পর থেকেই ভুয়া অ্যাকাউন্টে ভরে যায় টুইটার। ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে ব্লু টিক থাকায় বিভ্রান্ত হয়ে পড়ে টুইটার ব্যবহারকারীরা। টেসলা, স্পেস এক্সসহ নেসলে, রোব্লক্সের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর নামে ভুয়া অ্যাকাউন্টের দেখা মেলে টুইটারে। এমনকি দেখা মেলে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্টও!
ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘ইলি লিলি অ্যান্ড কো’ এর নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে টুইট করে এক ব্যবহারকারী। টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে ইনসুলিন বিনা মূল্যে পাওয়া যাবে।’ এই টুইটের প্রভাব পড়ে ‘ইলি লিলি অ্যান্ড কো’র স্টকে। কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ।
ইলন মাস্ক অবশ্য আগামী সপ্তাহের শেষ দিকে ব্লু টিক আবার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। পূর্বে টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল আনার ঘোষণা দেয় কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। তবে ‘অফিশিয়াল’ লেবেলটি চালু হওয়ার একদিনের মধ্যেই সেটি সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
১৩ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১৪ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১৫ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
১৬ ঘণ্টা আগে