Ajker Patrika

স্ন্যাপচ্যাট থেকে অর্থ উপার্জন করা যায় কি?

প্রযুক্তি ডেস্ক
স্ন্যাপচ্যাট থেকে অর্থ উপার্জন করা যায় কি?

ঢাকা: অনেকেই হয়তো জানেন না, ফটো ও ভিডিও ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট থেকে অর্থ আয়ের সুযোগ রয়েছে। এ ধরনের ফিচার যোগ করেছে স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ। এরই মধ্যে গ্রাহকদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছে স্ন্যাপ।

গ্রাহকদের আপ করা ছবি ও ভিডিওর জন্য বিজ্ঞাপন থেকে অর্থ পায় স্ন্যাপ। এই অর্থের একটি অংশ প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের দেয়। স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে স্পটলাইট নামে একটি ট্যাব আছে। এই ট্যাবে ভিডিও আপ করে গ্রাহকেরা অর্থ আয় করতে পারেন।

ছোট ভিডিও নির্মাণ সেবা স্পটলাইটের কনটেন্ট নির্মাতাদের স্ন্যাপ প্রতিদিন সমন্বিতভাবে ১০ লাখ ডলার দিয়েছে। গত বছর নভেম্বরে যাত্রা শুরু করেছে সেবাটি। প্রতিষ্ঠানটির মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, এখন থেকে দিন হিসেবে নয়, প্রতি মাসে কনটেন্ট নির্মাতাদের আয়ের অংশ ভাগ করে দেবে তারা। আগে দিনে ১০ লাখ ডলারের শেয়ার দিত প্রতিষ্ঠানটি। এখন প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলারের শেয়ার দেবে স্ন্যাপ। অর্থ বণ্টনের এই নীতিগত পরিবর্তন চলতি বছরই হয়েছে। ফলে গ্রাহকেরা অর্থ আয়ের ক্ষেত্রে আরও বেশি সুবিধাভোগী হবে বলে মনে করা হচ্ছে।

স্ন্যাপ জানিয়েছে, নভেম্বর থেকে স্ন্যাপ ভিডিও নির্মাতারা ১ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করেছেন। গ্রাহকদের তারা সেরা ভিডিও আপলোড করে স্ন্যাপচ্যাট থেকে আরও বেশি আয়ের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। ভিডিও জনপ্রিয় হবে, আয়ের সুযোগ তত বাড়বে।

কীভাবে ভিডিওগুলোতে অনুসারীরা সংযুক্ত হচ্ছে, তার ভিত্তিতে স্ন্যাপচ্যাট নির্ধারণ করবে প্রতি মাসে কনটেন্ট নির্মাতারা কী পরিমাণে অর্থ পাবেন। স্বাভাবিকভাবেই বেশি আয়ের জন্য ভিডিও কনটেন্ট যাতে বেশি বেশি মানুষ অনুসরণ করে সেদিকে গ্রাহকদের খেয়াল রাখতে হবে। স্ন্যাপচ্যাটে অর্থ আয়ের আরেকটি উপায় হচ্ছে ব্যক্তিগত প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অর্থ আয় করা। প্রিমিয়াম অ্যাকাউন্টধারীর কোনো কনটেন্ট বা ভিডিও দেখতে হলে গ্রাহককে টাকা দিতে হয়। আর এই অর্থটা প্রাইম অ্যাকাউন্টধারীরা পেয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত