প্রযুক্তি ডেস্ক
ঢাকা: অনেকেই হয়তো জানেন না, ফটো ও ভিডিও ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট থেকে অর্থ আয়ের সুযোগ রয়েছে। এ ধরনের ফিচার যোগ করেছে স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ। এরই মধ্যে গ্রাহকদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছে স্ন্যাপ।
গ্রাহকদের আপ করা ছবি ও ভিডিওর জন্য বিজ্ঞাপন থেকে অর্থ পায় স্ন্যাপ। এই অর্থের একটি অংশ প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের দেয়। স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে স্পটলাইট নামে একটি ট্যাব আছে। এই ট্যাবে ভিডিও আপ করে গ্রাহকেরা অর্থ আয় করতে পারেন।
ছোট ভিডিও নির্মাণ সেবা স্পটলাইটের কনটেন্ট নির্মাতাদের স্ন্যাপ প্রতিদিন সমন্বিতভাবে ১০ লাখ ডলার দিয়েছে। গত বছর নভেম্বরে যাত্রা শুরু করেছে সেবাটি। প্রতিষ্ঠানটির মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, এখন থেকে দিন হিসেবে নয়, প্রতি মাসে কনটেন্ট নির্মাতাদের আয়ের অংশ ভাগ করে দেবে তারা। আগে দিনে ১০ লাখ ডলারের শেয়ার দিত প্রতিষ্ঠানটি। এখন প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলারের শেয়ার দেবে স্ন্যাপ। অর্থ বণ্টনের এই নীতিগত পরিবর্তন চলতি বছরই হয়েছে। ফলে গ্রাহকেরা অর্থ আয়ের ক্ষেত্রে আরও বেশি সুবিধাভোগী হবে বলে মনে করা হচ্ছে।
স্ন্যাপ জানিয়েছে, নভেম্বর থেকে স্ন্যাপ ভিডিও নির্মাতারা ১ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করেছেন। গ্রাহকদের তারা সেরা ভিডিও আপলোড করে স্ন্যাপচ্যাট থেকে আরও বেশি আয়ের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। ভিডিও জনপ্রিয় হবে, আয়ের সুযোগ তত বাড়বে।
কীভাবে ভিডিওগুলোতে অনুসারীরা সংযুক্ত হচ্ছে, তার ভিত্তিতে স্ন্যাপচ্যাট নির্ধারণ করবে প্রতি মাসে কনটেন্ট নির্মাতারা কী পরিমাণে অর্থ পাবেন। স্বাভাবিকভাবেই বেশি আয়ের জন্য ভিডিও কনটেন্ট যাতে বেশি বেশি মানুষ অনুসরণ করে সেদিকে গ্রাহকদের খেয়াল রাখতে হবে। স্ন্যাপচ্যাটে অর্থ আয়ের আরেকটি উপায় হচ্ছে ব্যক্তিগত প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অর্থ আয় করা। প্রিমিয়াম অ্যাকাউন্টধারীর কোনো কনটেন্ট বা ভিডিও দেখতে হলে গ্রাহককে টাকা দিতে হয়। আর এই অর্থটা প্রাইম অ্যাকাউন্টধারীরা পেয়ে থাকে।
ঢাকা: অনেকেই হয়তো জানেন না, ফটো ও ভিডিও ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট থেকে অর্থ আয়ের সুযোগ রয়েছে। এ ধরনের ফিচার যোগ করেছে স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ। এরই মধ্যে গ্রাহকদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছে স্ন্যাপ।
গ্রাহকদের আপ করা ছবি ও ভিডিওর জন্য বিজ্ঞাপন থেকে অর্থ পায় স্ন্যাপ। এই অর্থের একটি অংশ প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের দেয়। স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে স্পটলাইট নামে একটি ট্যাব আছে। এই ট্যাবে ভিডিও আপ করে গ্রাহকেরা অর্থ আয় করতে পারেন।
ছোট ভিডিও নির্মাণ সেবা স্পটলাইটের কনটেন্ট নির্মাতাদের স্ন্যাপ প্রতিদিন সমন্বিতভাবে ১০ লাখ ডলার দিয়েছে। গত বছর নভেম্বরে যাত্রা শুরু করেছে সেবাটি। প্রতিষ্ঠানটির মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, এখন থেকে দিন হিসেবে নয়, প্রতি মাসে কনটেন্ট নির্মাতাদের আয়ের অংশ ভাগ করে দেবে তারা। আগে দিনে ১০ লাখ ডলারের শেয়ার দিত প্রতিষ্ঠানটি। এখন প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলারের শেয়ার দেবে স্ন্যাপ। অর্থ বণ্টনের এই নীতিগত পরিবর্তন চলতি বছরই হয়েছে। ফলে গ্রাহকেরা অর্থ আয়ের ক্ষেত্রে আরও বেশি সুবিধাভোগী হবে বলে মনে করা হচ্ছে।
স্ন্যাপ জানিয়েছে, নভেম্বর থেকে স্ন্যাপ ভিডিও নির্মাতারা ১ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করেছেন। গ্রাহকদের তারা সেরা ভিডিও আপলোড করে স্ন্যাপচ্যাট থেকে আরও বেশি আয়ের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। ভিডিও জনপ্রিয় হবে, আয়ের সুযোগ তত বাড়বে।
কীভাবে ভিডিওগুলোতে অনুসারীরা সংযুক্ত হচ্ছে, তার ভিত্তিতে স্ন্যাপচ্যাট নির্ধারণ করবে প্রতি মাসে কনটেন্ট নির্মাতারা কী পরিমাণে অর্থ পাবেন। স্বাভাবিকভাবেই বেশি আয়ের জন্য ভিডিও কনটেন্ট যাতে বেশি বেশি মানুষ অনুসরণ করে সেদিকে গ্রাহকদের খেয়াল রাখতে হবে। স্ন্যাপচ্যাটে অর্থ আয়ের আরেকটি উপায় হচ্ছে ব্যক্তিগত প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অর্থ আয় করা। প্রিমিয়াম অ্যাকাউন্টধারীর কোনো কনটেন্ট বা ভিডিও দেখতে হলে গ্রাহককে টাকা দিতে হয়। আর এই অর্থটা প্রাইম অ্যাকাউন্টধারীরা পেয়ে থাকে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৪ দিন আগে