স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১১ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে