অনলাইন ডেস্ক
নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
লাইভ ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই পরিবর্তন লাখ লাখ ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে। কারণ, এখন থেকে মাত্র ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে লাইভ ভিডিওগুলো। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি। গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ +এবং গ্যালাক্সি এস২৫ আলট্রা বিশ্বব্যাপী...
৫ ঘণ্টা আগেআগের যুগে স্মার্টফোনগুলোয় মাত্র একটি ক্যামেরা থাকত। তবে বর্তমান যুগে এক স্মার্টফোনের ক্যামেরায় তিন বা তার বেশি লেন্স থাকাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি অনেকের কাছে মার্কেটিং কৌশল বলে মনে হলেও বাস্তবে একাধিক ক্যামেরা স্মার্টফোনে ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি ৪.৫ উন্মোচন করেছেন। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। এটি ওপেনএআই আগের মডেলগুলো চেয়ে আরও বেশি আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে পারে।
৭ ঘণ্টা আগে