নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১৭ ঘণ্টা আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
২১ ঘণ্টা আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
২১ ঘণ্টা আগেছবি তুলতে কে না ভালোবাসে! হাতের কাছে মোবাইল ফোন থাকলেই হলো, মুহূর্তে বন্দী করে ফেলা যায় প্রিয় দৃশ্য বা স্মৃতি। বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণের স্মৃতি কিংবা একান্ত মুহূর্ত—সবই জমা হয় মোবাইল ফোনের গ্যালারিতে।
১ দিন আগে