নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।
১ ঘণ্টা আগেসর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
৩ ঘণ্টা আগেমাত্র তিন মাস আগে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আর ১ উন্মোচন করে চীনের কোম্পানি ডিপসিক। এরই মধ্যে মডেলটি বিভিন্ন সেবা ও পণ্যে ব্যাপকভাবে প্রয়োগ করা করেছে। বিশেষ করে চীনে দেশপ্রেম ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই মডেল। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো—চীন সরকারের নজরদারি...
৪ ঘণ্টা আগেঅ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআই-এর দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই। আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
৬ ঘণ্টা আগে