Ajker Patrika

দায়িত্ব ছাড়ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮: ৪২
দায়িত্ব ছাড়ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান

দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ফেসবুকের যোগাযোগ বিভাগের প্রধান জন পিনেট। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সময় যোগাযোগ বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফেসবুকের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন। 

এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকার জন্য পিনেটের প্রতি কোম্পানি কৃতজ্ঞ। শুধু তাই নয়, তার পরবর্তী জীবনের শুভকামনা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

তবে জন পিনেট আসলে কী কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এ বিষয়ে কোনো  মন্তব্য করতে রাজি হননি ফেসবুকের মুখপাত্র। গতকাল শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে পিনেটের চলে যাওয়ার খবরটি প্রথম চাউর হয়। 

ফেসবুকের তথ্যানুসারে, ২০১৯ সালে পিনেটকে আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। এখানে যোগদানের আগে পিনেট পাঁচ বছর ধরে বিল গেটসের প্রাইভেট অফিস এবং ইনোভেশন ল্যাব গেটস ভেঞ্চারসে যোগাযোগ বিভাগের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বদলি–পদায়নে অস্থিরতা

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত