অনলাইন ডেস্ক
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
ফেসবুক রিলসে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করা একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার। বিশেষত, যাঁদের শোনা বা বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তাঁদের জন্য এটি দারুণভাবে সাহায্য করে। তবে এক্ষেত্রে ভিডিওতে সাউন্ডগুলো স্পষ্টভাবে ধারণ হতে হবে।
স্বয়ংক্রিয় ক্যাপশনের মাধ্যমে ভিডিওর মধ্যে বলা কথাগুলো পাঠ্য আকারে স্ক্রিনে দেখানো যায়। খুব সহজেই ভিডিওতে ক্যাপশন যুক্ত করা যায়।
ফেসবুকে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিলস’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিলস তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিলস তৈরির জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এবার রিলসে ক্যাপশন যুক্ত করার জন্য ডান পাশে থাকা ‘সিসি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিতে সময় নেবে। ক্যাপশন তৈরি হলে তা এডিটও করা যাবে।
৭. এ জন্য এডিট ক্যাপশন বাটনে ট্যাপ করুন। এখন যে শব্দটি পরিবর্তন করতে চান, তার ওপর ট্যাপ করুন। এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ভিডিওটি শেয়ারের জন্য প্রথমে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘শেয়ার নাও’ বাটনে ট্যাপ করুন।
আরও খবর পড়ুন:
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
ফেসবুক রিলসে স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত করা একটি অত্যন্ত সুবিধাজনক ফিচার। বিশেষত, যাঁদের শোনা বা বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তাঁদের জন্য এটি দারুণভাবে সাহায্য করে। তবে এক্ষেত্রে ভিডিওতে সাউন্ডগুলো স্পষ্টভাবে ধারণ হতে হবে।
স্বয়ংক্রিয় ক্যাপশনের মাধ্যমে ভিডিওর মধ্যে বলা কথাগুলো পাঠ্য আকারে স্ক্রিনে দেখানো যায়। খুব সহজেই ভিডিওতে ক্যাপশন যুক্ত করা যায়।
ফেসবুকে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিলস’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিলস তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিলস তৈরির জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এবার রিলসে ক্যাপশন যুক্ত করার জন্য ডান পাশে থাকা ‘সিসি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিতে সময় নেবে। ক্যাপশন তৈরি হলে তা এডিটও করা যাবে।
৭. এ জন্য এডিট ক্যাপশন বাটনে ট্যাপ করুন। এখন যে শব্দটি পরিবর্তন করতে চান, তার ওপর ট্যাপ করুন। এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৮. এবার ভিডিওটি শেয়ারের জন্য প্রথমে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘শেয়ার নাও’ বাটনে ট্যাপ করুন।
আরও খবর পড়ুন:
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৬ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৯ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
১০ ঘণ্টা আগে