অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম ব্রাউজ করতে গিয়ে অনেক সময়ই আমাদের নজরে আসে মজার, শিক্ষামূলক বা অনুপ্রেরণাদায়ক কিছু রিলস। এসব রিলস আমরা পরে দেখার জন্য সেভ করে রাখি। ব্যবহারকারীদের সুবিধার্থে সেভড রিলসগুলো আলাদা ফোল্ডারে সুন্দরভাবে গুছিয়ে রাখে ইনস্টাগ্রাম। তবে কিছুদিন পর সেই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধায় পড়েন অনেকেই।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এ ছাড়া সেভ করা রিলসগুলো চাইলে আনসেভও করা যায়।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে—
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান দিকের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি ওপর ট্যাপ করুন। এর ফলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল চালু হবে।
৩. এখন ডান দিকের ওপরের দিকে থাকা ‘তিনটি আনুভূমিক লাইনে’ ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেভড’ আইকোনে ট্যাপ করুন।
৫. এরপর ‘অল পোস্টস’ ফোল্ডারে ট্যাপ করুন। এই ফোল্ডারে সেভ করা ইনস্টাগ্রামের সব পোস্ট দেখা যাবে।
৬. শুধু রিলসগুলো খুঁজে পাওয়ার জন্য ওপরের ডান দিকে থাকা ‘রিলস’ আইকোনে ট্যাপ করুন।
৭. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে সেভ করা সব রিলস দেখা যাবে। স্ক্রল করে পছন্দের যেকোনো রিলসের ওপর ট্যাপ করে সেটি পুনরায় দেখতে পারবেন বা চাইলে তা স্টোরিতে শেয়ার করতে পারবেন।
এই রিলস আবার কালেকশন বা বিষয়ভিত্তিক আকারে সেভও করে রাখতে পারবেন। এ জন্য এই পেজের ডান দিকের ওপরের দিকে থাকা তিন ডটে ট্যাপ করুন। এবার ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এবার কিছু রিলসের ওপর ট্যাপ করলেই তা নির্বাচিত হবে। এরপর নিচের দিকে থাকা ‘অ্যাড টু কালেকশন’ বাটনে ট্যাপ করুন। এবার পছন্দের কালেকশনে যুক্ত করুন।
কোনো রিলস অপ্রয়োজনীয় মনে হলেও একইভাবে ‘আনসেভ’ও করা যাবে। এ জন্য ওপরের পদ্ধতি অনুসরণ করতে হবে এবং ‘কালেকশন’ বাটনের জায়গায় শুধু আনসেভ বাটনে ট্যাপ করতে হবে।
ইনস্টাগ্রাম ব্রাউজ করতে গিয়ে অনেক সময়ই আমাদের নজরে আসে মজার, শিক্ষামূলক বা অনুপ্রেরণাদায়ক কিছু রিলস। এসব রিলস আমরা পরে দেখার জন্য সেভ করে রাখি। ব্যবহারকারীদের সুবিধার্থে সেভড রিলসগুলো আলাদা ফোল্ডারে সুন্দরভাবে গুছিয়ে রাখে ইনস্টাগ্রাম। তবে কিছুদিন পর সেই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধায় পড়েন অনেকেই।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এ ছাড়া সেভ করা রিলসগুলো চাইলে আনসেভও করা যায়।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে—
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান দিকের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি ওপর ট্যাপ করুন। এর ফলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল চালু হবে।
৩. এখন ডান দিকের ওপরের দিকে থাকা ‘তিনটি আনুভূমিক লাইনে’ ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেভড’ আইকোনে ট্যাপ করুন।
৫. এরপর ‘অল পোস্টস’ ফোল্ডারে ট্যাপ করুন। এই ফোল্ডারে সেভ করা ইনস্টাগ্রামের সব পোস্ট দেখা যাবে।
৬. শুধু রিলসগুলো খুঁজে পাওয়ার জন্য ওপরের ডান দিকে থাকা ‘রিলস’ আইকোনে ট্যাপ করুন।
৭. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে সেভ করা সব রিলস দেখা যাবে। স্ক্রল করে পছন্দের যেকোনো রিলসের ওপর ট্যাপ করে সেটি পুনরায় দেখতে পারবেন বা চাইলে তা স্টোরিতে শেয়ার করতে পারবেন।
এই রিলস আবার কালেকশন বা বিষয়ভিত্তিক আকারে সেভও করে রাখতে পারবেন। এ জন্য এই পেজের ডান দিকের ওপরের দিকে থাকা তিন ডটে ট্যাপ করুন। এবার ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এবার কিছু রিলসের ওপর ট্যাপ করলেই তা নির্বাচিত হবে। এরপর নিচের দিকে থাকা ‘অ্যাড টু কালেকশন’ বাটনে ট্যাপ করুন। এবার পছন্দের কালেকশনে যুক্ত করুন।
কোনো রিলস অপ্রয়োজনীয় মনে হলেও একইভাবে ‘আনসেভ’ও করা যাবে। এ জন্য ওপরের পদ্ধতি অনুসরণ করতে হবে এবং ‘কালেকশন’ বাটনের জায়গায় শুধু আনসেভ বাটনে ট্যাপ করতে হবে।
গরম থেকে রেহাই পেতে আমরা এসির ওপর নির্ভরশীল। পৃথিবীর বেশির ভাগ দেশে এমন পরিস্থিতি। এতে ঘর শীতল হলেও পৃথিবীর বায়ুমণ্ডল দিন দিন আরও উষ্ণ হয়ে উঠছে। তার ওপর বিদ্যুতের ব্যয় তো রয়েছেই। তাই বিশ্বের উন্নত দেশগুলোর বেশির ভাগ বিকল্প পথে হাঁটছে।
৪ মিনিট আগেডিজিটাল লাইফস্টাইলে ঝামেলাহীন অভিজ্ঞতা চাওয়া ব্যবহারকারীদের জন্য রিয়েলমি এনেছে নতুন স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ফাইভ-জি’। ডিভাইসটি দিচ্ছে দ্রুতগতির পারফরম্যান্স, ল্যাগ-ফ্রি বা মসৃণ গেমিং এবং ব্লেজিং ফার্স্ট ফাইভ-জি সংযোগ।
১১ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি ওপেনএআই থেকে অন্তত আটজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী একযোগে বিদায় নিয়ে মেটায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন লুকাস বেয়ার, আলেকজান্ডার কোলেসনিকভ, জিয়াহুয়া ঝাই, ত্রাপিত বানসাল, শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ ও হংইউ রেন। এ ঘটনার জেরে
১৬ ঘণ্টা আগেচীনা নজরদারি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হিকভিশনকে কানাডা থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বলেছে দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কানাডার শিল্পমন্ত্রী মেলানি জলি।
১৯ ঘণ্টা আগে