Ajker Patrika

ফেসবুকে রিলস ড্রাফট করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৮: ৫৬
সেভ করা রিলসগুলো ড্রাফট ফোল্ডারে পাওয়া যায়। ছবি: সংগৃহীত
সেভ করা রিলসগুলো ড্রাফট ফোল্ডারে পাওয়া যায়। ছবি: সংগৃহীত

ফেসবুক রিলসের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ভিডিও তৈরি করে তাঁদের মনের ভাব বা সৃজনশীলতা শেয়ার করতে পারেন। কখনো কখনো ভিডিও তৈরির পর সময়ের অভাবে সেগুলো মনমতো এডিট করা হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে রিলসগুলো পোস্ট না করে সেগুলো সেভ করে রাখতে পারেন, যা পরে এডিট করতে পারবেন।

সেভ করা রিলসগুলো ড্রাফট ফোল্ডারে পাওয়া যায়। তবে অনেকে ড্রাফট ফোল্ডারটি কোথায় রয়েছে, তা জানেন না। তবে খুব সহজেই এই ফোল্ডার খুঁজে পাওয়া যায়। ফোল্ডারটিতে সব খসড়া রিলস থাকে।

ফেসবুকে রিলস ড্রাফট করবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।

২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।

৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।

৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।

ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।

৫. এখন রিলসটি সেভ করার জন্য ডানপাশের ‘সেভ বাটনে’ ট্যাপ করুন।

ফলে স্বংয়ক্রিয়ভাবে রিলসটি ড্রাফট ফোল্ডারে সেভ হয়ে থাকবে। এরপর বাম পাশের ওপরের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করে রিলস তৈরি পেজ থেকে বেরিয়ে যেতে পারবেন।

ফেসবুকের রিলসের ড্রাফট ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।

২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।

৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন ওপরের দিকে থাকা ‘ড্রাফটস’ ফোল্ডারটি দেখতে পাবেন। এর ওপর ট্যাপ করুন। এখন সব খসড়া রিল এই ফোল্ডারে দেখা যাবে। পছন্দের রিলসের ওপর ট্যাপ করে রিলসটি এডিট করে পোস্ট করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত