অনলাইন ডেস্ক
পশ্চিমাদের ধোঁকা দিয়ে ক্ষুদ্রাকৃতির আধুনিক সিলিকন চিপ দিয়ে ৫জি স্মার্টফোন হুয়াওয়ে মেট ৬০ প্রো তৈরি করেছে চীন। এই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের নিষেধাজ্ঞার কারণে বিষয়টি চীনের পক্ষে সম্ভব হবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটল।
প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক সংস্থা টেকইনসাইটসকে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, হুয়াওয়ের মেট ৬০ প্রো ফোনটিতে নতুন চিপ কিরিন ৯০০০ এস ব্যবহার করা হয়েছে। এই চিপ চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্প (এসএমআইসি) তৈরি করেছে। চিপটিতে সর্বপ্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে চিপ তৈরির টুল ব্যবহারে হুয়াওয়ে কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কোম্পানিটি ৫জি নেটওয়ার্কের সরঞ্জাম উৎপাদক হলেও এত দিন আগের চিপ দিয়েই স্মার্টফোনগুলো তৈরি করছিল।
বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফাইভ আইস সিকিউরিটি অ্যালায়েন্স (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড) হুয়াওয়ের ৫জি নেটওয়ার্কের উপকরণগুলো রপ্তানি বন্ধ করে দেয়।
হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের লিসবনের আদালতে অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছে। কোম্পানিটি অভিযোগ করেছে, ৫জি মোবাইল নেটওয়ার্কে তাদের সরঞ্জামগুলি ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।
এর আগে ১৪এনএম চিপ তৈরি করেছে এসএমআইসি। কিন্তু ২০২০ সালে ডাচ কোম্পানি এসএমএল থেকে চিপ তৈরির প্রয়োজনীয় যন্ত্র কেনায় নিষেধাজ্ঞা পায়। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা কিছু কিছু সাধারণ যন্ত্র কিনে তা দিয়ে ৭ এনএম চিপ তৈরি করে। এই চিপগুলোর মধ্যে ৫০ শতাংশ স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
গত সপ্তাহ থেকে মেট ৬০ প্রো ফোনটি বিক্রি শুরু করে হুয়াওয়ে। বিজ্ঞাপনের স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে। তবে চিপের কার্যক্ষমতা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
গ্রাহকরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটির রিভিউ প্রকাশ করছে। রিভিউয়ের ভিডিওতে দেখা যায়, অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির ডাউনলোড স্পিড অনেক বেশি।
পশ্চিমাদের ধোঁকা দিয়ে ক্ষুদ্রাকৃতির আধুনিক সিলিকন চিপ দিয়ে ৫জি স্মার্টফোন হুয়াওয়ে মেট ৬০ প্রো তৈরি করেছে চীন। এই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের নিষেধাজ্ঞার কারণে বিষয়টি চীনের পক্ষে সম্ভব হবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটল।
প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক সংস্থা টেকইনসাইটসকে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, হুয়াওয়ের মেট ৬০ প্রো ফোনটিতে নতুন চিপ কিরিন ৯০০০ এস ব্যবহার করা হয়েছে। এই চিপ চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্প (এসএমআইসি) তৈরি করেছে। চিপটিতে সর্বপ্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে চিপ তৈরির টুল ব্যবহারে হুয়াওয়ে কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কোম্পানিটি ৫জি নেটওয়ার্কের সরঞ্জাম উৎপাদক হলেও এত দিন আগের চিপ দিয়েই স্মার্টফোনগুলো তৈরি করছিল।
বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফাইভ আইস সিকিউরিটি অ্যালায়েন্স (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড) হুয়াওয়ের ৫জি নেটওয়ার্কের উপকরণগুলো রপ্তানি বন্ধ করে দেয়।
হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের লিসবনের আদালতে অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছে। কোম্পানিটি অভিযোগ করেছে, ৫জি মোবাইল নেটওয়ার্কে তাদের সরঞ্জামগুলি ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।
এর আগে ১৪এনএম চিপ তৈরি করেছে এসএমআইসি। কিন্তু ২০২০ সালে ডাচ কোম্পানি এসএমএল থেকে চিপ তৈরির প্রয়োজনীয় যন্ত্র কেনায় নিষেধাজ্ঞা পায়। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা কিছু কিছু সাধারণ যন্ত্র কিনে তা দিয়ে ৭ এনএম চিপ তৈরি করে। এই চিপগুলোর মধ্যে ৫০ শতাংশ স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
গত সপ্তাহ থেকে মেট ৬০ প্রো ফোনটি বিক্রি শুরু করে হুয়াওয়ে। বিজ্ঞাপনের স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে। তবে চিপের কার্যক্ষমতা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
গ্রাহকরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটির রিভিউ প্রকাশ করছে। রিভিউয়ের ভিডিওতে দেখা যায়, অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির ডাউনলোড স্পিড অনেক বেশি।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৬ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২১ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে