অনলাইন ডেস্ক
‘স্লাইডেবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এই প্রযুক্তি ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
গত ২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনের মঞ্চে স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী জেএস চই ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন, যেটি স্লাইড করলে ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।
চই বলেন, ‘আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডেবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি, এই ডিভাইসটি বড় স্ক্রিন আর সহজে বহনযোগ্যতার সুবিধা দেবে।’
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডেবল’ ডিসপ্লে বানানোর বদলে ‘স্লাইডেবল’ ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং।
পিসির আকার ও গঠনে নতুনত্ব আনতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে ইনটেল। মাইক্রোসফট ফোল্ডেবল ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ এক্স পরিকল্পনা বাতিল করার আগ পর্যন্ত ইনটেল দুই স্ক্রিনের এবং ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছিল।
স্যামসাং ডিসপ্লে ও ইনটেল সম্প্রতি যে ১৩ ইঞ্চির ট্যাবলেট পিসি দেখিয়েছে কার্যত এটি স্লাইডিং মেকানিজমের মাধ্যমে একটি ১৭ ইঞ্চি আকারের ফ্লেক্সিবল মনিটরে পরিণত হয়।
‘স্লাইডেবল পিসি’ নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এটি কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ইনটেল ও স্যামসাং।
‘স্লাইডেবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এই প্রযুক্তি ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
গত ২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনের মঞ্চে স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী জেএস চই ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন, যেটি স্লাইড করলে ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।
চই বলেন, ‘আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডেবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি, এই ডিভাইসটি বড় স্ক্রিন আর সহজে বহনযোগ্যতার সুবিধা দেবে।’
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডেবল’ ডিসপ্লে বানানোর বদলে ‘স্লাইডেবল’ ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং।
পিসির আকার ও গঠনে নতুনত্ব আনতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে ইনটেল। মাইক্রোসফট ফোল্ডেবল ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ এক্স পরিকল্পনা বাতিল করার আগ পর্যন্ত ইনটেল দুই স্ক্রিনের এবং ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছিল।
স্যামসাং ডিসপ্লে ও ইনটেল সম্প্রতি যে ১৩ ইঞ্চির ট্যাবলেট পিসি দেখিয়েছে কার্যত এটি স্লাইডিং মেকানিজমের মাধ্যমে একটি ১৭ ইঞ্চি আকারের ফ্লেক্সিবল মনিটরে পরিণত হয়।
‘স্লাইডেবল পিসি’ নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এটি কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ইনটেল ও স্যামসাং।
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৯ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে