‘স্লাইডেবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এই প্রযুক্তি ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
গত ২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনের মঞ্চে স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী জেএস চই ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন, যেটি স্লাইড করলে ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।
চই বলেন, ‘আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডেবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি, এই ডিভাইসটি বড় স্ক্রিন আর সহজে বহনযোগ্যতার সুবিধা দেবে।’
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডেবল’ ডিসপ্লে বানানোর বদলে ‘স্লাইডেবল’ ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং।
পিসির আকার ও গঠনে নতুনত্ব আনতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে ইনটেল। মাইক্রোসফট ফোল্ডেবল ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ এক্স পরিকল্পনা বাতিল করার আগ পর্যন্ত ইনটেল দুই স্ক্রিনের এবং ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছিল।
স্যামসাং ডিসপ্লে ও ইনটেল সম্প্রতি যে ১৩ ইঞ্চির ট্যাবলেট পিসি দেখিয়েছে কার্যত এটি স্লাইডিং মেকানিজমের মাধ্যমে একটি ১৭ ইঞ্চি আকারের ফ্লেক্সিবল মনিটরে পরিণত হয়।
‘স্লাইডেবল পিসি’ নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এটি কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ইনটেল ও স্যামসাং।
‘স্লাইডেবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এই প্রযুক্তি ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
গত ২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনের মঞ্চে স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী জেএস চই ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন, যেটি স্লাইড করলে ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।
চই বলেন, ‘আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডেবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি, এই ডিভাইসটি বড় স্ক্রিন আর সহজে বহনযোগ্যতার সুবিধা দেবে।’
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডেবল’ ডিসপ্লে বানানোর বদলে ‘স্লাইডেবল’ ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং।
পিসির আকার ও গঠনে নতুনত্ব আনতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে ইনটেল। মাইক্রোসফট ফোল্ডেবল ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ এক্স পরিকল্পনা বাতিল করার আগ পর্যন্ত ইনটেল দুই স্ক্রিনের এবং ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছিল।
স্যামসাং ডিসপ্লে ও ইনটেল সম্প্রতি যে ১৩ ইঞ্চির ট্যাবলেট পিসি দেখিয়েছে কার্যত এটি স্লাইডিং মেকানিজমের মাধ্যমে একটি ১৭ ইঞ্চি আকারের ফ্লেক্সিবল মনিটরে পরিণত হয়।
‘স্লাইডেবল পিসি’ নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এটি কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ইনটেল ও স্যামসাং।
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
১৩ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
১৩ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
১৪ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
১৬ ঘণ্টা আগে