Ajker Patrika

দেশের বাজারে অপো এনেছে ৮ জিবি র‍্যামের নতুন হ্যান্ডসেট এ৬০

দেশের বাজারে অপো এনেছে ৮ জিবি র‍্যামের নতুন হ্যান্ডসেট এ৬০

বাংলাদেশে ‘এ’ সিরিজের অ্যানিমেডেট অ্যাম্বাসেডর উন্মোচনের পাশাপাশি নতুন হ্যান্ডসেট অপো এ৬০ নিয়ে এসেছে স্মার্টফোন টেকনোলজি ব্র্যান্ড অপো।

অপো এ৬০–তে রয়েছে ৪৫ ওয়াট চার্জার ও ৭.৬৮ মিলিমিটার ডিজাইনসহ দারুণ সব ফিচার। হ্যান্ডসেটটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির মূল্য ২৪ হাজার ৯৯০ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের মূল্য ২২ হাজার ৯৯০ টাকা। দুটিতেই ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে দ্বিগুণ (১৬ জিবি) করা যাবে। এ ছাড়া রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।

অপো ‍এ ৬০–এর ৪৫ ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কারণে এর ৫০০০ এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয় মাত্র ৩০ মিনিটে। সম্পূর্ণ চার্জ শেষ হতে এর সময় লাগে ৭৫ মিনিট।

অপো এ৬০ স্মার্টফোনটি মসৃণ ৭.৬৮ মিমি আলট্রা-স্লিম বডির ডিভাইস, যার ওজন মাত্র ১৮৬ গ্রাম। এর অ্যান্টি–ড্রপ গ্লাস স্ক্রিন ও ডাবল টেম্পারড গ্লাস পড়ে গেলে সুরক্ষা দেবে।

মিলিটারি–গ্রেড শক প্রতিরোধী ফিচারের কারণে হাঁটার সময় কিংবা মোটরসাইকেল চালানোর সময় ব্যবহারকারীর পকেট থেকে ফোনটি পড়ে গেলেও কাজ করবে স্বাভাবিকভাবে।

ফোনটিতে রয়েছে ৯৫০ নিট আলট্রা ব্রাইট এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও এর ডিসপ্লেকে ভালোভাবে দেখা যাবে।

অপো অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো ক্রমাগত যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করে। বছরের পর বছর ধরে আমরা এমন উদ্ভাবনের পথ  দেখিয়েছি, যা জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। অপো এ৬০ স্মার্টফোনটি বাজারে আনার মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তনকে কাজে লাগিয়ে এবং অনুপ্রেরণার নতুন ক্ষেত্রগুলো উন্মোচন করে এই যাত্রা চালিয়ে যেতে চাই।’

রিপল ব্লু ও মিডনাইট পার্পল—দুটি মনোমুগ্ধকর রঙের অপো এ৬০ ডিভাইসটি পাওয়া যাবে।

গ্রাহকেরা অপো এ৬০ কেনার পাশাপাশি পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা ও আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার। দারুণ ফিচারের এই স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাবে ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত। অর্থাৎ আজ মঙ্গলবারই প্রিঅর্ডারের শেষ দিন। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে আগামীকাল বুধবার (১৫ মে) থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত